নয়াদিল্লি: ক্রিকেটপ্রেমীদের হতবাক করে দিয়ে ১৫ অগাস্ট সন্ধে ৭.২৯ মিনিটে অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি পোস্ট করে তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু তিনি কেন সন্ধে ৭.২৯ মিনিটেই অবসরের কথা ঘোষণা করলেন, সেটা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, চেন্নাই সহ দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশে সন্ধে ৭.২৯ মিনিটে সূর্যাস্ত হয়। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে এই সময়টিই বেছে নেন তিনি। আবার কেউ কেউ বলছেন, গত বছর বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল অলআউট হয়ে যায় ৭.২৯ মিনিটে। সেটিই হয়ে গেল ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই কারণেই তিনি অবসরের জন্য এই সময় বেছে নিয়েছেন।
এর আগে ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ বা ২০১৭ সালে সীমিত ওভারের ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও একইভাবে সবাইকে চমকে দিয়েছিলেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। তবে তিনি আইপিএল-এ খেলবেন।