সেন্ট জনস (অ্যান্টিগা): টি-২০ বিশ্বকাপ জয়ী ঘরের ছেলেদের স্বাগত জানিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনায় বসতে রাজি বলে জানাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
গতকাল ফাইনাল-যুদ্ধে ব্রিটিশ বধ করে ইডেনে দাঁড়িয়েই মিডিয়ার সামনে দেশের বোর্ড কর্তাদের একহাত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন। বোর্ড তাঁদের কোনও সহযোগিতাই করেনি বলে অভিযোগ জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দিয়ে সামির মন্তব্য ‘সঠিক, যথাযথ নয়’ বলে জানিয়ে দিয়েছে বোর্ড। সামির ক্ষোভ, অসন্তোষকে গুরুত্ব দিতে চাননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন। তাঁদের তরফে জারি করা বিবৃতির শিরোনামে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট টি-২০ বিশ্বকাপ আয়োজকদের বিরাট প্রশংসা করেছেন। স্যামির মন্তব্য ‘অবাঞ্ছিত’ বলেছেন তিনি।
দেশের ক্রিকেট অধিনায়ক ভরা ইডেনে অগণিত দর্শকের সামনে ওভাবে ক্ষোভ জানানোয় ক্ষমাও চেয়েছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এর কারণ খতিয়ে দেখে বিষয়টি মিটিয়ে ফেলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
তবে এর পাশাপাশি তিনি রফার বার্তাও দিয়েছেন ক্রিকেটারদের। জুনে বেতন নিয়ে তাঁদের ক্ষোভ, অসন্তোষের ব্যাপারে কথা বলবেন বলে জানিয়েছেন। ক্যামেরন বলেছেন, মে মাসে বোর্ড ক্রিকেটারদের নিয়ে বার্ষিক রিভিউ বৈঠক করবে। ওয়েস্ট ইন্ডিজ দলে যাতে সবচেয়ে সেরা ক্রিকেটাররাই জায়গা পায়, সেটা সুনিশ্চিত করতে কীভাবে সর্বসম্মতিতে পৌঁছনো যায়, তা নিয়েই কথা হবে। তাতে নির্বাচকরা, ক্রিকেটার অ্যাসোসিয়েশন, টেকনিকাল টিমও থাকবে।
স্যামির ক্ষোভ খারিজ, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2016 04:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -