সোশ্যাল মিডিয়ায় ‘গার্লফ্রেন্ডে’র ছবি শেয়ার করলেন ঋষভ পন্ত
ইশা ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাই ম্যান, মাই সোলমেট, মাই বেস্টফ্রেন্ড, দ্য লভ অফ মাই লাইফ’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা যাচ্ছে, ওই তরুণীর নাম ইশা নেগি। তিনি দিল্লির ইন্টিরিওয় ডেকোর ডিজাইনার। দুজনেই বুধবার তাঁদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজের নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
ঋষভ পন্ত অবশ্য স্পষ্ট করে জানাননি যে, ওই তরুণী কে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আই জাস্ট ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি বিকজ ইউ আর দ্য রিজন আই অ্যাম সো হ্যাপি’। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ওই তরুণী ঋষভের গার্লফ্রেন্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রেমের সম্পর্কের কথা জানিয়েছেন ঋষভ। ২০ বছরের দিল্লির এই ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘বিশেষ বন্ধু’র ছবি শেয়ার করলেন।
শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সময়টা খুব ভালো কাটছে তাঁর। মাঠেও যেমন খোলামেলা, মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই মেজাজই ধরা পড়েছে।
২০১৮-র পর ২০১৯-এর শুরুটাও ঋষভ পন্তের পক্ষে খুব ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -