বেঙ্গালুরু: ভারত যদি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে, তাহলে এই প্রতিযোগিতার বিশাল ক্ষতি হবে। কারণ, সারা বিশ্বে ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শক ভারতীয়রাই। এমনটাই মত দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার হাশিম আমলা ও ডেভিড মিলারের।

আমলা ও মিলার এখন আইপিএল-এ খেলছেন। তারই ফাঁকে এক সাক্ষাৎকারে আমলা বলেছেন, ‘ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে, তাহলে এই প্রতিযোগিতার প্রচার জোর ধাক্কা খাবে। যদি আকর্ষণীয় চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে হয়, তাহলে সেরা আটটি দলেরই এই প্রতিযোগিতায় যোগ দেওয়া উচিত।’

মিলার বলেছেন, ‘সারা বিশ্বে ভারতের বিপুল ক্রিকেটভক্ত আছেন। তাই ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে, তাহলে বিশাল ক্ষতি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে যুক্ত কারও পক্ষেই সেটা ভাল হবে না।’

সম্প্রতি দুবাইয়ে আইসিসি-র বৈঠকে আর্থিক কাঠামোর সংস্কার করা হয়েছে। ফলে ভারতের প্রাপ্য অর্থের পরিমাণ প্রায় অর্ধেক হতে চলেছে। ক্রিকেট মহলের ধারণা, সেই কারণেই আইসিসি-র উপর চাপ সৃষ্টি করার জন্য এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি বিসিসিআই। এই প্রতিযোগিতায় যোগ দেওয়া নিয়ে টালবাহানা করছেন বোর্ডকর্তারা। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়রা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর পক্ষে সওয়াল করেছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি অবিলম্বে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার নির্দেশ দিয়েছে। রবিবার বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।