IND vs ENG: রাজকোট টেস্টের আগে বুমরাকে সামলানোর ভাবনা মাথায় ঘুরছে ম্যাকালাম শিবিরের

ABP Ananda Updated at: 06 Feb 2024 11:52 PM (IST)
Edited By: Goutam Roy

IND vs ENG, 3rd Test: রাজকোট টেস্টে নামার আগে তাই বুমরার বোলিংয়ের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, তার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাইছে ম্যাকালাম বাহিনী।

ইংল্য়ান্ড ক্রিকেট দল (ফাইল ছবি)

NEXT PREV

রাজকোট: টেস্ট সিরিজের ফল এখন ১-১। প্রথম ম্য়াচে ইংল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছিল। দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। দুটো টেস্টেই ইংল্যান্ড শিবিরের মাথাব্যথার অন্য়তম কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যশপ্রীত বুমরা। ভারতের তারকা ডানহাতি পেসারের বোলিংয়ের কোনও জবাব ছিল না ব্রিটিশ ব্যাটারদের সামনে। বিশেষ করে দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে একাই ৯ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। ১০৬ রানে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। যার নেপথ্যে প্রথম ইনিংসে বুমরার ৬ শিকার। এবার রাজকোট টেস্টে নামার আগে তাই বুমরার বোলিংয়ের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, তার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাইছে ম্যাকালাম বাহিনী।


তৃতীয় টেস্টের আগে ছুটি কাটাতে আবুধাবি উড়ে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তার আগে ম্যাকালাম বলেন, "আমি বিশ্বাস করি আমাদের দলের ছেলেরা ওর বিরুদ্ধে খেলার কোনও উপায়, সঠিক রাস্তা ঠিক বের করে নেবে। নিজেদের আত্মবিশ্বাসী থাকতে হবে। তবে আমাদের মানতেই হবে চলতি সফরে বুমরা দুর্দান্ত স্পেল করেছে।"


উল্লেখ্য, পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটান। তারপর থেকে ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। বল হাতে বাইশ গজে ফের আগুন ঝরাচ্ছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ শিকার। সব মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দিলেন বুম বুম বুমরা-ই। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।








সেই সঙ্গে ৯০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন বুমরা। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানে ৯ উইকেট নিয়েছেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের মাটিতে এটাই কোনও ভারতীয় পেসারের করা সেরা বোলিং। এর আগে ১৯৩৪ সালে চেন্নাইয়ে এল অমর সিংহ ১৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে কোনও ভারতীয় বোলারের সেরা ফিগার। সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরা।








এদিকে সূত্রের খবর, রাজকোট টেস্টে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। টানা ২ টেস্টে খেলেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। সেক্ষেত্রে দলে ফিরতে পড়েন সিরাজ।

Published at: 06 Feb 2024 11:30 PM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.