নয়াদিল্লি: বলিউডের শাহেনশাহ্ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ও প্রতিভাবান অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। একসঙ্গে 'ব্ল্যাক' (Black) ছবিতে ঝড় তুলেছিলেন তাঁরা। এবার সেই আইকনিক ছবি এসে পৌঁছেছে সিনেপ্রেমীদের হাতের মুঠোয়। ছবি মুক্তির প্রায় ২ দশকের মাথায় এসে, 'ব্ল্যাক' মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। উচ্ছ্বসিত অভিনেত্রী। 


'ব্ল্যাক' মুক্তি পেল ওটিটিতে, কৃতজ্ঞতা প্রকাশ অভিনেত্রীর


ডিজিট্যাল প্ল্যাটফর্মে সফর শুরু করল 'ব্ল্যাক'। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে (Netflix) গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'ব্ল্যাক'। অমিতাভ-রানির ছবির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে এই ডিজিট্যাল যাত্রা শুরু হল তাদের। সঞ্জয় লীলা ভনশালি পরিচালনা করেছিলেন এই ছবির। দীর্ঘ ২ দশক পরে, আজও দর্শক একইভাবে ভালবেসে চলেছেন এই ছবিটিকে। 


ওটিটিতে মুক্তির পর 'ব্ল্যাক' যে বিপুল পরিমাণ ভালবাসা পাচ্ছে দর্শকের থেকে, তাতে উচ্ছ্বসিত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তিনি বলেন, 'এটা দুর্দান্ত এবং অত্যন্ত তৃপ্তিদায়ক যে 'ব্ল্যাক' ১৯ বছর পরেও ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের কাছ থেকে এত ভালবাসা পাচ্ছে। আমার কর্মজীবনে এই ছবি বিশেষ স্থান অধিকার করে আছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং আমার সর্বকালের প্রিয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভনশালীর দ্বারা পরিচালিত হওয়ার অভিজ্ঞতা, যা আমার সঙ্গে চিরকাল থাকবে।'


 






তিনি আরও বলেন, 'আমি খুব আনন্দিত যে নেটফ্লিক্সে ব্ল্যাক মুক্তি পেয়েছে, এবং যাঁরা ১৯ বছর আগে প্রেক্ষাগৃহে এই ছবির ম্যাজিক দেখতে পাননি তাঁরা নিজেদের স্ক্রিনে এবার সেটা উপভোগ করতে পারবেন। নিজের কাজ আরও বেশি দর্শকের কাছে পৌঁছচ্ছে দেখতে পেলে সত্যিই আনন্দ হয়।'


আরও পড়ুন: Legal Notice Served to 'Fighter': সেনার ইউনিফর্মে চুম্বন দৃশ্য! হৃত্বিক-দীপিকার 'ফাইটার'কে আইনি নোটিস


'বেস্ট ফিচার ফিল্ম' বিভাগে এই ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল। সেরা অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই ছবির জন্য। এটিই প্রথম ছবি যা 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এ ১১টি পুরস্কার পেয়েছিল। এই ছবি মূলত হেলেন কেলারের জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি। ১৯৬২ সালে তাঁর আত্মজীবনীর ওপর নির্ভর করে তৈরি 'দ্য মিরাকল ওয়ার্কার' ফিল্ম দ্বারাও অনুপ্রাণিত 'ব্ল্যাক'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।