কলকাতা: দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার কি ভিনরাজ্যে পা? ফুটবল-পাগল বাঙালির হৃদয় ভেঙে কি বাংলা ছাড়ছে সবুজ মেরুন? মোহনবাগান-আইএফএ সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
মাস তিনেক আগে যে আইএফএ-এর ডাকে আই লিগ-আইএসএল দ্বন্দ্বে মোহনবাগান-ইস্টবেঙ্গল একজোট হয়েছিল, মাস তিনেক পর সেই আইএফএ-এর সঙ্গেই সবুজ মেরুনের চাপান-উতোর তুঙ্গে। গত কয়েক বছর ধরেই ঘরোয়া লিগ নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব চলছে। সাম্প্রতিক ঘরোয়া লিগের সূচি নিয়ে দু’পক্ষের সংঘাত চরমে ওঠে। আইএফএ-এর মনোভাবে দলের সমর্থকরাও রীতিমতো ক্ষুব্ধ।
বৃহস্পতিবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বেশ কয়েকজন কর্মকর্তা প্রস্তাব করেন, আইএফএ-র সঙ্গে থাকবে না মোহনবাগান। ভিন রাজ্যের রেজিস্ট্রেশনে আই লিগ খেলবে তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখে এ-ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গড়া হয়েছে ৫ সদস্যের কোর কমিটি।
পাশাপাশি, আইএফএ-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছে বাগান। ঘরোয়া লিগেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
আইএফএ-সচিব উত্পল গঙ্গোপাধ্যায়ের পাল্টা জবাব, আইএফএ-তে কোনও দুর্নীতি হচ্ছে কি না, তা নিয়ে আমরা তদন্ত করতে প্রস্তুত। ঘরোয়া লিগে দুর্নীতির অভিযোগেরও তদন্ত করে দেখা হবে। তদন্ত রিপোর্টও জানানো হবে।
শহরে যুব বিশ্বকাপের আসর। তারপরই শুরু আই লিগ। এরমধ্যে আইএফএ-এর সঙ্গে সংঘাতে সবুজ মেরুন ব্রিগেড কোনও চরম সিদ্ধান্ত নেয় কি না, সেদিকেই তাকিয়ে শহরের ফুটবল মহল।
আইএফএ-র সঙ্গে সংঘাত চরমে, বাংলা ছাড়ার পথে মোহনবাগান?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2017 10:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -