কোচি: কেরল হাইকোর্ট ফের আজীবন নির্বাসনের সাজা বহাল রাখায় এবার ভারত ছেড়ে অন্য কোনও দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা ভাবছেন পেসার শান্তাকুমার শ্রীশান্ত। তিনি বিসিসিআই-কে তোপ দেগে বলেছেন, ‘আমাকে বিসিসিআই নির্বাসিত করলেও, আইসিসি কোনও সাজা দেয়নি। তাই ভারতের হয়ে খেলার সুযোগ না পেলে আমি অন্য কোনও দেশের হয়ে খেলতে চাই। আমার এখন ৩৪ বছর বয়স। আমি আর ৬ বছর খেলতে পারব। আমি ক্রিকেট ভালবাসি, তাই খেলতে চাই।’
২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে আজীবন নির্বাসিত হন শ্রীশান্ত। তবে গত মাসে কেরল হাইকোর্ট বিসিসিআই-কে শ্রীশান্তের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার অনুরোধ করে। কিন্তু এ মাসেই আবার বিসিসিআই-এর আবেদনের ভিত্তিতে নির্বাসন বহাল রেখেছে হাইকোর্ট। এই রায়ে হতাশা প্রকাশ করেছেন শ্রীশান্ত। তিনি মাঝে স্কটিশ লিগে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বিসিসিআই অনুমতি দেয়নি। হাইকোর্ট নির্বাসন বহাল রাখায় রঞ্জি ট্রফিও খেলা হচ্ছে না শ্রীশান্তের। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে এই ক্রিকেটার বলেছেন, ‘বিসিসিআই একটি বেসরকারি সংস্থা। শুধু আমরাই একে ভারতীয় দল বলি। তাই আমি অন্য কোনও দেশের হয়ে খেললেও একই ব্যাপার হবে। কেরলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা অবশ্য অন্য ব্যাপার। আমি কেরলের হয়ে রঞ্জি ট্রফি, ইরানি কাপ জিততে চেয়েছিলাম। কিন্তু সেটা বিসিসিআই-এর সিদ্ধান্তের উপর নির্ভর করছে।’
এর আগেও ট্যুইটারে বিসিসিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীশান্ত। তিনি দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে। এবার ফের বিসিসিআই-কে তোপ দাগলেন এই পেসার।
বিসিসিআই-কে তোপ, অন্য দেশের হয়ে খেলার ভাবনা শ্রীশান্তের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2017 07:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -