চেন্নাই: আগামী মরসুমে আইপিএলে কি ফের চেন্নাই সুপার কিংসে (chennai super kings) প্রত্যাবর্তন করতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন (ravichandran aswin)? নিলামের আগে সেই সম্ভাবনাই কিন্তু উসকে দিলেন অভিজ্ঞ এই ভারতীয় অফস্পিনার। নিজের ইউটিউব (youtube) চ্যানেলে সমর্থকদের প্রশ্নের উত্তরে সিএসকেতে প্রত্যাবর্তনের আভাস দিলেন অশ্বিন। নিজের ইউটিউবে "৪০ শেডস অফ অ্যাশ''- এ এক সমর্থকদের প্রশ্নের উত্তরে তামিল স্পিনার বলেন, ''সিএসকে এমন একটা ফ্র্যাঞ্চাইজি যা আমার হৃদয়ের খুব কাছের। এটা এমন যেখানে আমি প্রি কেজি, এলকেজি, ইউকেজি, প্রাইমারি স্কুলের পাঠ নিয়েছি। এরপর হাইস্কুল থেকে বোর্ড পরীক্ষা সবই। আমি এরপর অন্য স্কুলে চলে গিয়েছিলাম। এরপর ১১, ১২ ক্লাস অন্য স্কুলে পড়েছি। বাইরে ছিলাম কয়েক বছর। কিন্তু সব কিছুর শেষে ঘরে ফেরার ইচ্ছে থাকেই। তবে পুরোটাই নিলামের ওপর নির্ভর করছে।''


চেন্নাইয়ের হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল। এরপর দীর্ঘ কয়েক বছর সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর চেন্নাই ছেড়ে দিয়েছিল অশ্বিনকে। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাইয়ে ছিলেন তিনি। এরপর রাইজিং পুনে সুপারজায়ান্টস দলে খেলেছেন। এরপর কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন অধিনায়কত্বও করেছেন। গত ২ মরসুমে দিল্লির হয়ে খেলতে দেখা গিয়েছে অশ্বিনকে।  


প্রত্যাশাপূরণের পাশাপাশি অকাঙ্খিত চমক। ঠিক মাঠের লড়াইয়ে যেমনটা দেখতে অভ্যস্ত আসমুদ্রহিমাচল, তার থেকে কম কিছু দেখা গেল না রিটেনশন লিস্ট ঘোষণার ক্ষেত্রেও। আগামী বছরের আইপিএলের (IPL) জন্য কোন কোন ক্রিকেটারদের তারা ধরে রাখছে, সেটা সরকারিভাবে জানিয়ে দিল আগের আট ফ্র্যাঞ্চাইজি। যেখানে প্রত্যাশামতোই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কেন উইলিমাসন (Kane Williamson), মহেন্দ্র সিংহ ধোনিদের (Mahendra Singh Dhoni) দের ধরে রাখল তাদের ফ্র্যাঞ্চাইজি। আবার রীতিমতো চমকের জায়গা তৈরি করে কেএল রাহুল (KL Rahul), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) রশিদ খান (Rashid Khan), ডেভিড ওয়ার্নার (David Warner), সুরেশ রায়না (Suresh Raina), শ্রেয়স আইয়ারদের (Sreyash Aiyar) রাখা হল না তালিকায়।