রিও: অলিম্পিকের জন্য দীর্ঘদিন ধরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই কষ্টের ফল পেয়েওছেন ব্যাডমিন্টনে রুপো জয়ী পি ভি সিন্ধু। এবার কিছুদিন অবশ্যই রিল্যাক্স থাকা উচিত। তাই কোচ পুল্লেলা গোপীচাঁদ নিজেই নিয়ম-শৃঙ্খলা খানিকটা শিথিল করেছেন। মিশন সফল। তাই সিন্ধুকে আইসক্রিম খাওয়ার ছাড় দিয়েছেন তিনি। মেয়েটির যে আইসক্রিম খুব পছন্দ। শুধু তাই নয়। এতদিন বাজেয়াপ্ত করে রাখা মোবাইল ফোনও সিন্ধুকে ফেরত দিয়ে দেবেন তিনি। গোপীচাঁদ জানিয়েছেন, এবার সে যত খুশি বন্ধুদের সঙ্গে হোয়াটস্ অ্যাপ করতে পারবে।

গোপীচাঁদ আরও বলেন, গত তিনমাস ধরে সিন্ধুকে ফোন ব্যবহার করতে দিইনি। প্রথমেই আমি ওর ফোন নিয়ে নিয়েছিলাম। মিষ্টি দই, আইসক্রিম খেতে সিন্ধু খুব ভালোবাসে। রিওতে পৌঁছনোর পর বন্ধ করে দিয়েছিলাম তা-ও। এখন ও যত ইচ্ছে ওইসব খেতে পারে। গত দু-তিন মাস ধরে ও যা ত্যাগ স্বীকার করেছে, তাতে এই সাফল্য ওর প্রাপ্য। আমি সত্যিই মন থেকে ভীষণ খুশি। ওর জন্য গর্বিত। তিনি বলেন, আমি সিন্ধুকে বলেছি, সোনা জিততে পারনি বলে আফশোস কোরো না। মনে রাখবে, আমরা মেডেল জিতেছি।

২১ বছরের সিন্ধুর জীবনে গোপীচাঁদের গুরুত্ব সীমাহীন। ভারতের ক্রীড়া ইতিহাসে সিন্ধুর পদক জয়ের সঙ্গে সঙ্গে লেখা থাকবে গোপীচাঁদের অবদানও। একজন কঠোর শিক্ষক সবসময়ই অভিভাবকের মতো, গোপীচাঁদই তাঁর দৃষ্টান্ত।