সাউদাম্পটন: নটিংহ্যামে জয়ের পর এবার চলতি টেস্ট সিরিজে সাউদাম্পটনে ইংল্যান্ডকে কড়া টক্কর দিতে তৈরি ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ পিছিয়ে থাকার পর নটিংহ্যামে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। এবার সাউদাম্পটন সহ বাকি দুটি টেস্টে জিতে সিরিজ দখলই ভারতীয় দলের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে প্রথম ধাপ হল সাউদাম্পটন টেস্ট।
ট্রেন্টব্রিজে জয়ের পর সবচেয়ে যেটা কৌতুহল তৈরি হয়েছে, তা হল অধিনায়ক কোহলি কি সাউদাম্পটনে অপরিবর্তিত একাদশ নিয়ে নামবেন। অধিনায়ক হওয়ার পর থেকে কোহলি এখনও পর্যন্ত ৩৮ টেস্টে কখনওই একই দল নিয়ে নামেননি। সেই ধারায় এবার ছেদ পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সিরিজের চতুর্থ টেস্টে ভারতীয় দলে কোনও পরিবর্তন ঘটবে বলে সঙ্গেত পাওয়া যাচ্ছে না।
প্রথম দুটি টেস্টে একমাত্র কোহলি ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান সফল হননি। লর্ডস টেস্টে স্পিনার কুলদীপ যাদবকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছিল। ফলে তৃতীয় টেস্টের দলে তিনটি পরিবর্তন হয়। কিন্তু নটিংহ্যামে তৃতীয় টেস্টে ব্যাটসম্যানরাও ছন্দে ফিরেছেন। বোলারদের নিয়েও কোনও প্রশ্ন ওঠেনি। তাই চতুর্থ টেস্টে প্রথম একাদশে বদলের কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত নেই।
এরইমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি দুটি টেস্টের দলে পৃথ্বী শ এবং হনুমা বিহারীকে রাখা হয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে শিখর ধবন ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে দুটি ইনিংসেই ৫০-এর বেশি রান ওঠে।
অন্যদিকে, ১৮ বছরের পৃথ্বী শ সবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই তিনি প্রথম একাদশে থাকবেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে। মিডল অর্ডারে হনুমার জায়গা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ।
দলে যদি কোনও বদলের সম্ভাবনা থাকে তা বোলিং বিভাগে, বিশেষ করে স্পিন বোলিং বিভাগে। প্রথমে শোনা যাচ্ছিল যে, আর অশ্বিনের কোমরের ব্যথায় কাবু। তাই চতুর্থ টেস্টের দলে তিনি নাও থাকতে পারেন। কিন্তু সাউদাম্পটে অনুশীলনের প্রথম দিনে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন অশ্বিন। এর অর্থ, তিনি এখন ফিট।
দলের অনুশীলন দেখে যে খবর এসেছে তা হল, ধবন ও রাহুল সবার প্রথমে ব্যাটিং অনুশীলন সারেন। এরপর যথাক্রমে চেতেশ্বর পূজারা, কোহলি ও আজিঙ্কা রাহানে ব্যাট করেন। এরপর ব্যাটিং অনুশীলনে আসেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ড্য। অশ্বিন ব্যাটিং করলেও বোলিং করেননি।
প্রধান খেলোয়াড়দের পর ব্যাটিং করতে নামেন পৃথ্বী ও হনুমা। দলের কোচ রবি শাস্ত্রী তাঁদের কিছু টিপস দেন।
পৃথ্বীর ব্যাটিংয়ে শাস্ত্রীকে খুশিই মনে হয়েছে। পৃথ্বী জসপ্রিত বুমরাহকে বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন।