দিন কয়েক আগেই এক বিজেপি বিধায়ক বলেন, কেরলের মানুষ গোহত্যা করে এবং গোমাংস খায়। সেইজন্যেই তাঁদের এমন ধ্বংসলীলার সামনে পড়তে হয়েছে। এবার সেই একই সুর শোনা গেল প্রাক্তন বিগ বস প্রতিযোগী পায়েল রোহতাগির গলাতেও। পায়েল তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন, কেরলের মানুষ গোহত্যা করে এবং গোমাংস খায় বলেই আজ তাঁদের এই অবস্থা। কোনও বিশেষ ধর্মের বিশ্বাসে আঘাত আনলে, তাঁদের দেবতাকে হত্যা করলে, এমন শাস্তি পেতেই হবে। কারণ, ভগবান একটাই। তাই ভগবানকে পুজো না করলে, তাঁর রোষের মুখে পড়াটাই স্বাভাবিক।
তবে বেশিরভাগ মানুষই কেরলের এই ভয়াবহ বন্যার জন্যে মানব সভ্যতাকেই দায়ি করেছে। যথেচ্ছ গাছ কাটা, এবং সবুজ ধ্বংসের ফলে এই হাল হয়েছে ভগবানের আপন দেশের। প্রকৃতিকে নিয়ে খেলা করলে, প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য।
তবে পায়েলের মন্তব্য টুইটারে ভাইরাল হওয়ার পরই তাঁকে ট্রোল করতে ছাড়েননি টুইটারাইটরা।
তবে কেরল বন্যা কেন হয়েছে বলে আপনারা মনে করেন? আপনারাও কি পায়েল রোহতাগির সঙ্গে একমত এব্যাপারে? নিজের মতামত জানান