মুম্বই:  দক্ষিণ ভারতের রাজ্য ভগবানের আপন দেশ কেরল সম্প্রতি ৯৪ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা কেরল। মৃত্যু হয়েছে সাড়ে তিনশোরও বেশি। ঘরছাড়া প্রায় ১১ লক্ষ মানুষ। কেরলবাসীর নিজেদের গুছিয়ে নিতে, মাস ছয়েক মতো লেগে যাবে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুন্নার, আল্লাপাঝুয়া, তিরুঅনন্তপুরম, ব্যাকওয়াটার একটু একটু করে ফিরছে ছন্দে। বিভিন্ন সূত্র থেকে আসছে সাহায্যের অর্থও। তবে এরমধ্যেই কেন এমন বন্যার কবলে পড়ল কেরল, সেই নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞের চলছে নানা ব্যাখ্যা।

 

দিন কয়েক আগেই এক বিজেপি বিধায়ক বলেন, কেরলের মানুষ গোহত্যা করে এবং গোমাংস খায়। সেইজন্যেই তাঁদের এমন ধ্বংসলীলার সামনে পড়তে হয়েছে। এবার সেই একই সুর শোনা গেল প্রাক্তন বিগ বস প্রতিযোগী পায়েল রোহতাগির গলাতেও। পায়েল তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন, কেরলের মানুষ গোহত্যা করে এবং গোমাংস খায় বলেই আজ তাঁদের এই অবস্থা। কোনও বিশেষ ধর্মের বিশ্বাসে আঘাত আনলে, তাঁদের দেবতাকে হত্যা করলে, এমন শাস্তি পেতেই হবে। কারণ, ভগবান একটাই। তাই ভগবানকে পুজো না করলে, তাঁর রোষের মুখে পড়াটাই স্বাভাবিক।




তবে  বেশিরভাগ মানুষই কেরলের এই ভয়াবহ বন্যার জন্যে মানব সভ্যতাকেই দায়ি করেছে। যথেচ্ছ গাছ কাটা, এবং সবুজ ধ্বংসের ফলে এই হাল হয়েছে ভগবানের আপন দেশের। প্রকৃতিকে নিয়ে খেলা করলে, প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য।

তবে পায়েলের মন্তব্য টুইটারে ভাইরাল হওয়ার পরই তাঁকে ট্রোল করতে ছাড়েননি টুইটারাইটরা।
















তবে কেরল বন্যা কেন হয়েছে বলে আপনারা মনে করেন? আপনারাও কি পায়েল রোহতাগির সঙ্গে একমত এব্যাপারে? নিজের মতামত জানান