জয়পুর: ২০০৭-এর টি-২০ ও ২০১১-এর একদিনের বিশ্বকাপের নায়ক যুবরাজ সিংহ কি ২০১৯ আইপিএল-এর নিলামে অবিক্রীত থেকে যাবেন? ক্রিকেটমহলে তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার গত মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। আটটি ম্যাচে তিনি মাত্র ৬৫ রান করেন। এই পারফরম্যান্সের পর তাঁকে আর ধরে রাখেনি পঞ্জাব। এবার কোনও দল তাঁকে নেবে কি না, সেটা স্পষ্ট নয়।

নিজের সেরা সময়ে আইপিএল-এর নিলামে ১৬ কোটি টাকা দর পেয়েছিলেন যুবরাজ। কিন্তু সেই তুলনায় পারফরম্যান্স দেখাতে না পারায় তাঁর দর কমে যায়। গত মরসুমে তাঁকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল পঞ্জাব। কিন্তু হতাশ করেন এই বাঁহাতি। এবার ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অক্ষর পটেলের পাশাপাশি যুবরাজেরও বেস প্রাইস এক কোটি টাকা। তাঁকে দলে চাইছেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। আগামীকালই স্পষ্ট হয়ে যাবে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ফের যুবরাজকে খেলতে দেখা যাবে কি না।

এ বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএল-এ খেলতে চাইছেন না। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আগেই নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার আরও কয়েকজন খেলোয়াড় আইপিএল-এ না-ও খেলতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। ইংল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল-এর মাঝপথ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেন। ফলে কোন খেলোয়াড়দের পাওয়া যাবে, সেটা হিসেব করেই নিলামের জন্য তৈরি হচ্ছে দলগুলি। কিংস ইলেভেন পঞ্জাবের হাতে সর্বোচ্চ ৩৬.২০ কোটি টাকা আছে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ১৫.২০ কোটি টাকা।