রিও দি জেনেইরো: ফের ফেভারিটদের পতন রিও অলিম্পিকে টেনিসের মঞ্চে। মহিলাদের ডাবলসে চেক জুটি লুসি স্যাফারোভা এবং বারবোরা স্ট্রাকোভারের কাছে প্রথম রাউন্ডে হেরে গেছেন সেরেনা উইলিয়ামস-ভেনাল উইলিয়ামস জুটি। এর সঙ্গেই উইলিয়ামস বোনেদের চতুর্থবার অলিম্পিক থেকে সোনা জেতার স্বপ্নও শেষ হয়ে গেল।
প্রসঙ্গত, অলিম্পিকের মঞ্চে এই প্রথমবার মহিলাদের ডাবলসে দলগত ভাবে খেলে হেরে গেলেন উইলিয়ামস বোনেরা। এরআগে তাঁরা দুজন একসঙ্গে ১৫টি ম্যাচ জিতেছেন। ২০০০, ২০০৮ এবং ২০১২ সালে খেতাবও জিতেছেন সেরেনা-ভেনাস।
অভিজ্ঞ চেক জুটির কাছে ৬-৩, ৬-৪-এ হেরে গিয়েছেন উইলিয়ামস বোনেরা। এই হার প্রসঙ্গে ৩৪ বছরের সেরেনার মন্তব্য, 'যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমরা দুজন একসঙ্গে দেশের হয়ে খেলেছি, সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনটা আমাদের ছিল না। কিন্তু এখানে অংশ নেওয়া, একসঙ্গে খেলা, এই অভিজ্ঞতাই অনেক। সেটাই স্মৃতি হয়ে থাকবে আগামী দিনে।'
সেরেনা আরও বলেন,অলিম্পিকে এরআগে প্রচুর খেতাব জিতেছি, একসঙ্গে বহু গ্র্যান্ডস্লামও জিতেছেন তাঁরা একসঙ্গে মিলে। আপাতত তাঁরা সামনের দিকে তাকাতে চান। এইমাসের শেষে ইউএস ওপেন আছে। সেখানেই এখন তাঁরা মনোনিবেশ করতে চান। এছাড়াও তাঁরা তাঁদের কঠিন প্রতিদ্বন্দ্বী চেক জুটিকেও তাঁদের সাফল্যের জন্যে শুভেচ্ছা জানাতে ভোলেননি।
অলিম্পিক:চেক জুটির কাছে হার, মহিলা ডাবলসে উইলিয়ামস বোনেদের সোনা জেতার স্বপ্ন শেষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2016 04:50 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -