লন্ডন: সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ২০টি গ্র্যান্ড স্ল্যাম। কিংবদন্তি রজার ফেডেরার বৃহস্পতিবার আর একটি নজির স্পর্শ করলেন। ফরাসি তারকা রিচার্ড গ্যাসকে-কে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে প্রবেশ করলেন ফেডেরার। সেই সঙ্গে ৪৬ বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করলেন সুইস তারকা।


৪৬ বছর পর কেউ এত বেশি বয়সে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন। এর আগে ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কেন রোজ়ওয়েল যখন অল ইংল্যান্ড ক্লাবে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন, তাঁর বয়স ছিল ৪০ বছর। চল্লিশ ছুঁই ছুঁই ফেডেরার সেই কীর্তি স্পর্শ করলেন।


চলতি উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফরাসি তারকা রিচার্ড গ্যাসকে-র মুখোমুখি হন কিংবদন্তি রজার ফেডেরার। সেন্টার কোর্টের সেই ম্যাচ দেখতে দর্শকাসনে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। আর সেই ছবি তিনি নিজে তাঁর ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বিরাট কোহলিদের হেড স্যার ছুটির মেজাজে। বিরাটরাও দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়িতে থাকার পর তিন সপ্তাহ ছুটি পেয়েছেন। তারপরেই তাঁরা জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন। আর তাই হাতে কিছুটা ফাঁকা সময় থাকায় কিংবদন্তি ফেডেরারের ম্যাচ দেখতে একেবারে গ্যালারিতে হাজির হয়ে গেলেন রবি শাস্ত্রী।



ম্যাচে রিচার্ড গ্যাসকে-কে ৭-৬ (৭-১), ৬-১, ৬-৪ স্ট্রেট সেটে হারান ফেডেরার। উইম্বলডনে তাঁর অনবদ্য রেকর্ড। মোট আটবারের চ্যাম্পিয়ন অল ইংল্যান্ড ক্লাবে। গ্যাসকের বিরুদ্ধেও বরাবর দাপট দেখিয়েছেন ফেডেক্স। ২১ বার খেলে ১৯ বারই ফরাসি তারকাকে হারিয়েছেন ফেডেরার। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নরি।


চোট আঘাতে অবশ্য কিছুটা জর্জরিত কিংবদন্তি টেনিস খেলোয়াড়। এর আগে ফরাসি ওপেনে খেলার সময় আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ফেডেরার। তখন জানা গিয়েছিল যে, চোট আঘাত নিয়ে সমস্যায় রয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।