লন্ডন: উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন অ্যাশলি বার্টি। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে শনিবার তিনি হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে। খেলার ফল বার্টির পক্ষে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩।


২ জনের কেউই কোনওদিন উইম্বলডনে খেতাব জেতেননি। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা বার্টি যদিও ফরাসি ওপেন জিতেছেন ২০১৯ সালে। কিন্তু প্লিসকোভা কোনও সিঙ্গলস খেতাব এখনও জিততে পারেননি। ম্যাচের নামার আগেও নিজের তুলনায় বার্টিকেই এগিয়ে রেখেছিলেন প্লিসকোভা।


উইম্বলডনের সেন্টার কোর্টে এদিন ২ জনের সামনেই সুযোগ ছিল রোস ওয়াটার ডিস জিতে নেওয়ার। সেই মতই এদিন ম্যাচের প্রথম সেটে প্রত্যাশামতোই জয় পান বার্টি। প্রথম সেটে খেলার ফল হয় ৬-৩। তবে দ্বিতীয় সেটেই দুর্দান্ত ভাবে ফিরে আসেন প্লিসকোভা। দ্বিতীয় সেটে প্লিসকোভার পক্ষে খেলার ফল হয় ৭-৬ (৭-৪)। টাইব্রেকারে দ্বিতীয় সেটে জয় পান প্লিসকোভা। কিন্তু স্নায়ুর চাপ ধরে রেখে দুর্দান্তভাবে তৃতীয় সেটেই ফিরে আসেন বার্টি। আর তিন সেটের লড়াইয়ের শেষে শেষ হাসিও হাসেন ২৫ বছরের এই তরুণী। উইম্বলডনও পেয়ে গেল তার নতুন রানিকে।


এর আগে অস্ট্রেলিয়ার টেনিস তারকা হিসেবে ১৯৭১ সালে প্রথমবার ইভন গোলাগঙ্গ উইম্বলডনে খেতাব জিতেছিলেন। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে ফের একবার অস্ট্রেলিয়ার টেনিস তারকার মাথায় উইম্বলডনের সেন্টার কোর্টে শিরোপা উঠল। যদিও ১৯৮০ সালে নিজের কেরিয়ারের দ্বিতীয় উইম্বলডন জিতেছিলেন ইভন।


ছোট থেকেই টেনিসে পা রাখার সঙ্গে সঙ্গে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন বার্টি। ২০১৯ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি তিনি। গত ফরাসি ওপেনেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। কিন্তু এবারের উইম্বলডনের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছিলেন তিনি।


এদিন ম্যাচের শেষে খেতাব হাতে নিয়ে পূর্বসূরি ইভন গোলাগঙ্গের নাম উল্লেখ করেন বার্টি। তিনি বলেন, ‘খেতাব জয়ের মুহূর্ত দারুণ। আশা করি আমার সাফল্যে ইভন গোলাগঙ্গ গর্বিত হবেন।’