মুম্বই: কলকাতার জার্সিতে বাইশ গজে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। কিংবা, ব্যাটে-বলে দাপট দেখিয়ে কলকাতাকে ম্যাচ জেতাচ্ছেন বাংলার ক্রিকেটার দীপ্তি শর্মা (Deepti Sharma)। মহিলাদের আইপিএলে (WIPL) এরকম ছবি দেখা যাবে না।


মহিলাদের আইপিএলে থাকছে না কলকাতার কোনও দল। রিচা-দীপ্তিরা হয়তো খেলবেন। কিন্তু কলকাতার দলের হয়ে না। পাঁচটি দলের মালিকানা কারা পেল, বুধবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানান হল, পাঁচটি দল হচ্ছে যথাক্রমে আমদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ও লখনউ।                                   


মহিলাদের আইপিএল (Women’s IPL) এবারই প্রথম হবে। পাঁচটি শহরের পাঁচটি দল অংশ নেবে মহিলাদের আইপিএলে। আমদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ শহরের দল মহিলাদের আইপিএলে খেললেও কলকাতার কোনও দলই থাকছে না। সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১২৮৯ কোটি টাকায় তারা কিনেছে আমদাবাদ দল। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯১২.৯৯ কোটি টাকার বিনিময়ে কিনেছে মুম্বই দল।


রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯০১ কোটি টাকার বিনিময়ে কিনল ব্যাঙ্গালোর। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকার বিনিময়ে দল কিনেছে তারা। ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ৭৫৭ কোটি টাকার বিনিময়ে কিনেছে লখনউ দলটি। 


 






মহিলাদের আইপিএল দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ডের মোটা লাভ হল। পাঁচটি দল বিক্রি করে বোর্ডের কোষাগারে ৪৬৬৯ কোটি টাকা ঢুকল। বিশাল অর্থের আগমন ঘটল বোর্ডের কোষাগারে। উচ্ছ্বসিত বোর্ড সচিব জয় শাহ ট্যুইট করেছেন, 'আজকের দিনটা ভারতীয় ক্রিকেটে সব অর্থেই ঐতিহাসিক। ২০০৮ সালে পুরুষদের আইপিএলের প্রথম সংস্করণ ছিল। ২০০৮ সালের সেই রেকর্ড ভেঙে দিল এদিনের মহিলাদের আইপিএল। আমাদের কোষাগারে ৪৬৬৯.৯৯ কোটি টাকা এল। যাঁরা দল কিনেছেন তাঁদের সবাইকে অভিনন্দন জানাই। মহিলাদের ক্রিকেটে বিপ্লব হল'।


 






আরও পড়ুন: ABP Exclusive: ইতিবাচক বৈঠক, চলতি বছরেই শুরু হতে পারে সৌরভের বায়োপিকের শ্যুটিং