মাদ্রিদ: টেনিস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ২ চরিত্র। দীর্ঘ কয়েক বছরের বন্ধুত্ব। কোর্টের ভেতর তাঁদের প্রতিদ্বন্দ্বীতাও আলাদা মাত্রা যোগ করে। রজার ফেডেরার ও রাফায়েল নাদাল (Rafael Nadal)। কোর্টে যতই দ্বন্দ্ব থাকুক, কোর্টের বাইরে একে অপরের প্রতি সম্মান ও ভালবাসা বারবার দেখা গিয়েছে। এবার রজার ফেডেরারের (Roger Federer) অবসরের সিদ্ধান্তে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাফায়েল নাদাল। ইনস্টাগ্রামে ২ জনের অনেকগুলো ছবিও পোস্ট করেছেন নাদাল।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট নাদালের
২ জনে প্রায় একই সময় থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেছিলেন। রজার কয়েক বছর আগে শুরু করেছিলেন তাঁর টেনিস কেরিয়ার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রাফা লিখেছেন, ''বন্ধু রজার। আশা করি এমন দিন আর কখনও আসবে না। আমার কাছেই শুধু নয়, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এটা খুবই দুঃখের দিন। আমি আগেও এটা তোমায় বলেছিলাম। আর আজ ঠিক সেটাই হল। এটা অসাধারণ ও গর্বের মুহূর্ত আমার কাছে যে তোমার সঙ্গে এতগুলো বছর কোর্টে ও কোর্টের বাইরে সময় কাটাতে পেরেছি। আমাদের এখনও অনেক কাজ বাকি। আগামীতে একসঙ্গে সেই কাজ সারব। আপাতত তুমি তোমার স্ত্রী-র সঙ্গে, সন্তানদের সঙ্গে সময় কাটাও। লন্ডনে লেভার কাপে খেলার সময় দেখা হচ্ছে।''
২০০৩ সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেডেরার। এরপর থেকে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি। ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দেড় হাজারের বেশি ম্যাচ খেলেছেন ফেডেক্স।