নয়াদিল্লি: অভিষেক টেস্টে ছক্কা মেরে খাতা খুলেছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নেমে যা করলেন, তা দ্রুত ভুলে যাওয়ারই চেষ্টা করবেন এই তরুণ ক্রিকেটার। সাউদাম্পটনে ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ভারত প্রথম ইনিংসে ২৭৩ রানে অল আউট হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের তুলনায় ২৭ রান এগিয়ে ভারত।
চেতেশ্বর পূজারা তাঁর কেরিয়ারের ১৫ তম সেঞ্চুরি করে কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। কিন্তু যে সময় ব্যাট হাতে দলকে নির্ভরতা দেওয়ার প্রয়োজন ছিল, সেই সময় তা করতে পারেননি ঋষভ পন্ত।
৪৭ মিনিট ক্রিজে থেকে ২৯ বল খেলেন ঋষভ। কিন্তু খাতা খুলতে পারেননি। ২৯ তম বলে কোনও রান না করেই আউট হয়ে যান তিনি। আর এরফলে তাঁর সঙ্গে এমন একটা নজির জুড়ে গেল,যা কোনও ব্যাটসম্যানের পক্ষেই অবাঞ্ছিত।
টেস্টে কোনও ইনিংসে সবচেয়ে বেশি বল খেলেও খাতা খুলতে না পেরে আউট হয়ে ইরফান পাঠান ও সুরেশ রায়নার সঙ্গে এক তালিকায় চলে এলেন। ২০০৫-এ পাকিস্তানের বিরুদ্ধে পাঠান ২৯ বল খেলার পর শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন।
২০১১-তে রায়না ইংল্যান্ডের বিরুদ্ধে ২৯ বল খেলেও কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন।
কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ঋষভের নাম যুক্ত হল অবাঞ্ছিত এই রেকর্ডের তালিকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2018 11:58 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -