সাউদাম্পটনে ব্যাট করতে নামার আগে টেস্টে ছয় হাজার রান পূর্ণ করতে তাঁর মাত্র ৬ রান বাকি ছিল। ভারতের ইনিংসের ২২ তম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে চোখ ধাঁধানো বাউন্ডারি মেরে তা পূর্ণ করেন।
টেস্ট কেরিয়ারে ১১৯ তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
বিশ্বের নবম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রান ক্লাবে প্রবেশ করলেন কোহলি। এক্ষেত্রে ভিভিয়ান রিচার্ডস, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, রিকি পন্টিং, ব্রায়ান লারা ও রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটিং নক্ষত্রদের ছাপিয়ে গিয়েছেন তিনি।
সুনীল গাওস্করের পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ছয় হাজার রান পূর্ণ করলেন তিনি।
গতকাল দারুন ছন্দে ব্যাটিং করছিলেন কোহলি। কিন্তু মাত্র চার রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারলেন না তিনি। ৪২ তম ওভারে স্যাম কুরানের বলে স্লিপে ক্যাচ তুলে আউট হলেন তিনি।