প্যারিস: অলিম্পিক্সের মত মঞ্চ। আর মাত্র ২ দিন সময়। তার আগে প্যারিসে ধর্ষণের শিকার হতে হল এক তরুণীকে। স্থানীয় ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, অস্ট্রেলিয়ার এক তরুণীকে পাঁচ যুবক মিলে ধর্ষণ করেন। সেই সময় নিজের প্রাণ বাঁচাতে কোনওমতে এক কাবাবের দোকানে আশ্রয় নেন ওই তরুণী। ২৬ জুলাই থেকে অলিম্পিক্স শুরু। তার আগে এই খবর কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। প্যারিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।  


স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত ১৯ জুলাই প্যারিসের এক পানশালায় গিয়েছিলেন ধর্ষিতা তরুণী। সেখানে অনেক রাত পর্যন্ত ছিলেন তিনি। মদ্যপান করছিলেন তিনি। সেখানেই এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। বন্ধুত্বও হয়। এরপরের দিন সেই যুবকের সঙ্গে বেরিয়েছিলেন তরুণী। সেদিন রাতে ফের পানশালায় গিয়েছিলেন তাঁরা। তখনই অভিযুক্ত যুবক নাকি তাঁর আরও কয়েকজন বন্ধুকে ডেকে নেন ও সেই তরুণীর সঙ্গে ধর্ষণ করেন বলে অভিযোগ। এরপর কোনও মত নিজেকে রক্ষা করে দৌড়াতে দৌড়াতে এক কাবাবের দোকানে ঢুকে পড়েন ওই যুবক।


সেই কাবাবের দোকানের সিসিটিভিতে ধর্ষিতার দৌড়ােতে দৌড়োতে এসে আশ্রয় নেওয়ার ফুটেজ দেখা গিয়েছে। কাবাবের দোকানের মালিকই তখন স্থানী পুলিশকে খবর দেন। সেখানে তখন অনেকেই ছিল সেই কাবাবের দোকানে। তরুণী কোনওরকমে দোকানের প্রত্যেকের কাছে নিজের পরিস্থিতি সম্পর্কে বলছিলেন, তখনই অভিযুক্ত যুবক নাকি দোকানে এসে ঢোকেন। তরুণী তাকে চিহ্নিত করলে দোকানের বাকিরা যুবককে ধরার চেষ্টা করেছিলেন। ধস্তাধস্তিতে সেখান থেকে পালিয়ে যান সেই যুবক।


 






পুলিশের কাছে তরুণী ধর্ষণের কথা জানিয়েছেন। যদিও কোনও পাঁচজন তাঁর সঙ্গে এমন করেছে, তাদের কোনও পরিচয় জানাতে পারেননি। যদিও এই ঘটনার পরই নিজেদের তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। অলিম্পিক্স শুরুর প্রাক্কালে এমন ঘটনায় প্যারিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। অলিম্পিক্সে এবার ভারতের মোট ১১৭ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন। ইতিমধ্যেই মোট ৪৯ অ্যাথলিট পৌঁছে গিয়েছেন প্যারিসে।