সালালা: মহিলাদের এশিয়ান হকি ফাইভ এস বিশ্বকাপের (Women’s Asian Hockey 5s World Cup Qualifier) যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে মালয়েশিয়ার (India vs Malyasia) বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত। ৭-২ গোলে জয় পেল ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে নভজ্যোৎ কউর খেলার ৩মিনিট ও ২৮ মিনিটের মাথায় গোল করেন। ৪ মিনিটের মাথায় একাসাথা দেকালে গোল করেন। ১৭ মিনিটের মাথায় মারিয়ানা কুজুরু গোল করেন। ১২ মিনিট ও ২০ মিনিটের মাথায় গোল করেন মনিকা দিপি তোপ্পো। ২৮ মিনিটের মাথায় গোল করেন মহিমা চৌধুরী। মালয়েশিয়ার হয়ে গোল করেন ওয়ান ওয়ান। তিনি ৭ মিনিটের মাথায় গোল করেন। ১১ মিনিটের মাথায় গোল করেন আজিজ জারিফা। আগামী ২৬ অগাস্ট জাপানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা হকি দল। এরপর ২৭ অগাস্ট থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা হকি দল। 


প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া


ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের স্বমহিমায় নীরজ চোপড়া (Neeraj Chopra)। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) সোনা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন ভারতীয় অ্যাথলিট (Neeraj Chopra)। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক গেমসে নামার টিকিটও পেয়ে গেলেন তিনি।


শুক্রবার প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের মাপকাঠি পেরিয়ে যান নীরজ। চলতি মরশুমে নিজের সেরা থ্রো করেন ভারতের সোনার ছেলে। তাঁর প্রথম থ্রো ৮৮.৭৭ মিটার পর্যন্ত যায়। আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। অলিম্পিক্স-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও প্রথম স্থান অধিকার করতে পারেননি নীরজ।


হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ- সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৩৭ জনের মধ্যে ১২ জন ফাইনালে উঠতে পারবেন। তার মধ্যেই প্রথম হিসাবে ফাইনালে জায়গা করে নিলেন এই প্রতিযোগিতায় গতবারের রুপোজয়ী নীরজ। খেলতে নেমে নিজের প্রথম থ্রোয়েই তিনি ৮৮.৭৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। ফাইনালের ওঠার নিয়ম অনুযায়ী, ৮৩ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছুড়লেই সরাসরি ফাইনালের টিকিট মেলে। সেই দূরত্ব অতিক্রম করেছেন নীরজ।


গ্রপ এ থেকে একমাত্র নীরজই সরাসরি ফাইনালে উঠলেন। ভারতের আরও এক জ্যাভলিন থ্রোয়ার ডিপি মানু গ্রুপ এ-তে রয়েছেন। তিনি ৮১.৩১ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। এই গ্রুপে তিন নম্বরে শেষ করেন মানু।