মুম্বই: অপেক্ষার অবসান। রাত পোহালেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। যাকে বলা হচ্ছে ডব্লিউপিএল (WPL)। উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক ডব্লিউপিএলের সাত সতেরো।


টুর্নামেন্টের নাম


উইমেন্স প্রিমিয়ার লিগ। সংক্ষেপে ডব্লিউপিএল (BCCI)।


কবে আর কোথায় শুরু?


শনিবার, ৪ মার্চ টুর্নামেন্ট শুরু নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস। পাঁচটি দলকে নিয়ে হবে এবারের টুর্নামেন্ট। মোট ২২টি ম্যাচ। ২৬ মার্চ ফাইনাল ব্রেবোর্ন স্টেডিয়ামে।


ম্যাচের কেন্দ্র


সব ম্যাচই হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম ও ব্রেবোর্ন স্টেডিয়ামে। পাঁচটি দল একে অপরের বিরুদ্ধে দুবার করে খেলবে। অর্থাৎ, প্রত্যেক দল খেলবে আটটি করে ম্যাচ। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে খেলবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দল নিজেদের মধ্যে এলিমিনেটর ম্যাচ খেলবে। সেই ম্যাচের বিজয়ী খেলবে ফাইনালে।


কখন ম্যাচ?


বেশিরভাগ ম্যাচ সন্ধ্যা ৭.৩০-এ শুরু। তবে যেদিন দুটি করে ম্যাচ, সেদিন প্রথম ম্যাচটি খেলা হবে দুপুর ৩.৩০-এ।


দল কিনেছে কারা?


রিলায়েন্স গোষ্ঠী কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স দলটি। দিল্লি ক্যাপিটালস দলটি কিনেছে জেএসডব্লিউ ও জিএমআর গোষ্ঠী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলটি কিনেছে দিয়াজিও গোষ্ঠী। পাশাপাশি আমদাবাদের গুজরাত জায়ান্টসের মালিকানা কিনেছে আদানি স্পোর্টসলাইন। কেপ্রি গ্লোবাল কিনেছে উত্তরপ্রদেশের ইউপি ওয়ারিয়র্স।

 

কারা অধিনায়ক?

 

আরসিবির নেতৃত্বে স্মৃতি মান্ধানা, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে মেগ ল্যানিং। ইউপি ওয়ারিয়র্সের নেতৃত্বে অ্যালিসা হিলি ও গুজরাত জায়ান্টসের নেতৃত্বে বেথ মুনি।

 

কজন বিদেশি?

আইপিএলের মতোই চারজন করে বিদেশি খেলবেন প্রথম একাদশে। তবে কোনও দলে অ্যাসোশিয়েট দেশের ক্রিকেটার থাকলে পঞ্চম বিদেশি হিসাবে তাঁকে খেলানো যাবে। দিল্লি ক্যাপিটালসে যেমন আমেরিকার বাঁহাতি পেসার টারা নোরিস রয়েছেন।


 

প্রথম তিনে দুই দলের পয়েন্ট সমান হলে কী হবে?

 

দুই দলের পয়েন্ট সমান হলে দেখা হবে কারা গ্রুপ পর্বে বেশি ম্যাচ জিতেছে। তারাই ফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেই সংখ্যাও যদি সমান হয়, তাহলে দেখা হবে রান রেট। সেটাও সমান হলে যে দল কম বলে বেশি উইকেট নেবে, তারাই যাবে ফাইনালে।

 

ফাইনাল টাই হলে কী হবে?

 

ম্যাচ টাই হলে সুপার ওভার হবে। সেটাও টাই হলে যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, ততক্ষণ সুপার ওভার হবে। বৃষ্টি হলে ডাকওয়ার্থ ল্যুইস পদ্ধতি অবলম্বন করা হবে।