কুয়ালালামপুর: ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। এই প্রতিযোগিতায় লিগ পর্যায়ের ম্যাচেও ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আজ ফাইনালেও একই ফল হল। ভারতীয় দল অবশ্য শেষপর্যন্ত লড়াই করে। উত্তেজক ম্যাচে শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২ রান। হরমনপ্রীত কউরের বল মিড উইকেটে পাঠিয়ে ২ রান নেন জাহানারা আলম। ফলে জয় পায় বাংলাদেশ।
আজ টসে জিতে প্রথমকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। হরমনপ্রীত (৫৬) ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই রান পাননি। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে। এই রান তাড়া করতে বাংলাদেশের সমস্যা হয়নি। হরমনপ্রীতের শেষ ওভারে অবশ্য দু’টি উইকেট পড়ায় ম্যাচ জমে যায়। তবে জাহানারা শেষ বলে ক্রিজে এসে বাংলাদেশকে স্মরণীয় জয় এনে দেন। ভারতের হয়ে দারুণ বোলিং করেন পুনম যাদব। তিনি মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন। কিন্তু তাতেও জয় পেল না ভারত।
ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2018 04:47 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -