নয়াদিল্লি: ভারতীয় পুরুষ জাতীয় হকি দলের নতুন প্রধান কোচ হলেন মহিলা জাতীয় দলের হেড কোচ জোয়ার্ড ওয়ালথেরাস মারিনে।
গত কয়েকমাসে পুরুষ দল সাদামাটা পারফর্ম করায় বরখাস্ত হন রোল্যান্ট অল্টম্যান্স। তাঁকে সরিয়ে দেওয়ার পর এবার মহিলাদের জাতীয় দলের দায়িত্বে থাকা মারিনেকে বেছে নেওয়া হল। সেই জায়গায়, বিশ্বকাপ-জয়ী জুনিয়র পুরুষ দলের কোচ হরেন্দ্র সিংহকে মহিলা জাতীয় দলের হাই-পারফরম্যান্স স্পেশালিস্ট কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
বর্তমানে জাতীয় মহিলা হকি দল ইউরোপ সফরে রয়েছে। সেখানেই রয়েছেন মারিনে। সেখান থেকে ফিরে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে জাতীয় দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। অন্যদিকে, হরেন্দ্র আগামীকালই নতুন দায়িত্ব নিচ্ছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সদ্য দায়িত্ব নেওয়া রাজ্যবর্ধন সিংহ রাঠৌর নিজের সরকারি টুইটার পেজে এই ঘোষণা করেন।
হকি ইন্ডিয়ার এক শীর্ষ আধিকারিক জানান, মারিনে ও হরেন্দ্র—উভয়কেই ২০২০ টোকিও অলিম্পিক্স পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, গতকাল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং হকি ইন্ডিয়ার মধ্যে একটি যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, মারিনে নতুন দায়িত্বে সম্মতি জানিয়েছেন।