মেলবোর্ন: মহিলাদের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দল আগামীকাল মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। এই ম্যাচ জিতলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবেন হরমনপ্রীত কউররা। সেই লক্ষ্যেই কাল খেলতে নামছে ভারত।


এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত। দু’টি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের লেগ-স্পিনার পুনম যাদব। মিডিয়াম পেসার শিখা পাণ্ডে ও বাঁ-হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়ও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে ভারতীয় শিবিরের চিন্তা ব্যাটিং নিয়ে। প্রথম দু’টি ম্যাচেই বড় রান করতে পারনি ভারত। হরমনপ্রীত দু’টি ম্যাচেই দুই অঙ্কের রান করতে পারেননি। তবে ১৬ বছরের শেফালি বর্মা ঝোড়ো ব্যাটিং করছেন। বাংলাদেশের বিরুদ্ধ তিনি ১৭ বলে ৩৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও দু’টি বাউন্ডারি। নিউজিল্যান্ড দল যথেষ্ট শক্তিশালী। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দল ০-৩ হেরে গিয়েছিল। ফলে কাল জিততে গেলে বোলারদের পাশাপাশি ভারতের ব্যাটসম্যানদেরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে।