চেন্নাই: আইপিএল-এর জন্য আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করতে চলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আজ এমনই জানালেন সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন। তিনি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘১৯ মার্চের পর সিএসকে-র প্রস্তুতি শিবির শুরু হবে। তবে ধোনি অনুশীলন শুরু করবে ৩ বা ৪ মার্চ থেকে। অন্য ক্রিকেটাররা চলে এলে ওরা ধোনির সঙ্গেই অনুশীলন করবে।’
ধোনি প্রায় সাত মাস মাঠের বাইরে। গত বছর বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর তিনি আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। বিসিসিআই-এর চুক্তিতে রাখা হয়নি তাঁকে। ফলে তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। বিশ্বকাপের পর থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। তবে আইপিএল-এ ধোনি খেলছেন। তার জন্য তিনি নিজেকে তৈরিও করছেন।
আইপিএল-এর জন্য আগামী সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করবেন ধোনি, জানালেন চেন্নাই সুপার কিংসের সিইও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2020 04:53 PM (IST)
ধোনি প্রায় সাত মাস মাঠের বাইরে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -