সিডনি: মহিলাদের ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। পুরুষদের ফুটবল বিশ্বকাপের মতই রোমাঞ্চ ছড়াচ্ছে এই টুর্নামেন্টও। এদিন গ্রুপ পর্বের ম্যাচে বড় জয় পেল নেদারল্যান্ডস। তারা ভিয়েতনামের বিরুদ্ধে ৭-০ গোলে জয় ছিনিয়ে নিল। ই-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ২ দল। খেলার শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকেন ডাচ ফুটবলাররা। ম্যাচের ৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন নেদারল্যান্ডসের হয়ে লেকে মার্টেন্স। এরপর ১১ মিনিটে ফের নেদারল্যান্ডসের হয়ে গোল করেন কাটসা সোয়েনিস। জোড়া গোল করেন এসমি ব্রাগটস ও জিল রুট। কাটসা খেলার ১৮ ও ৫৭ মিনিটের মাথায় গোল করেন। রুট ২৩ ও ৮৩ মিনিটের মাথায় গোল করেন। ড্যানিয়েলে ভ্যান ডে ডঙ্ক ৪৫ মিনিটের মাথায় গোল করেন। ভিয়েতনামের ফুটবলাররা এদিন প্রতিপক্ষের ডিফেন্সের সামনে কোনও চাপই তৈরি করতে পারেননি। 


ডেনমার্ক অন্য একটি খেলায় হাইতির বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নেয়। পেমিলে হার্ডার পেনাল্টি থেকে ২১ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন। অতিরিক্ত মিনিটে ব্যবধান বাড়িয়ে ড্যানিশদের জয় নিশ্চিত করে সানে নিয়েলসন। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল ম্যাচ ড্র হয় গোলশূন্য ভাবেই। দিনের শেষ ও চতুর্থ খেলায় ইংল্যান্ড চিনের বিরুদ্ধে ৬-১ গোলে জয় ছিনিয়ে নেয়।


৩২ দলের টুর্নামেন্ট ২০ জুলাই শুরু হয়ে চলবে ২০ অগাস্ট পর্যন্ত। ট্রফি জয়ের ফেভারিট ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং অন্যতম আয়োজক দেশ অস্ট্রেলিয়া। 


১৯৯১ সালে প্রথম বার মেয়েদের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রত্যেক চার বছর অন্তর বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত দু’বারই বিশ্বকাপের ট্রফি গিয়েছে মার্কিন মুলুকে। জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে দু’বার। একবার করে বিশ্বসেরা হয়েছে নরওয়ে আর জাপান। এতদিন একটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও, এই প্রথম যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে দুই দেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।


৩২টি দলকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন্স ও সুইৎজারল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, নাইজিরিয়া ও আয়ার্ল্যান্ড। গ্রুপ সি-তে রয়েছে কোস্টা রিকা, জাপান, স্পেন ও জাম্বিয়া। গ্রুপ ডি-তে রয়েছে চিন, ডেনমার্ক, ইংল্যান্ড ও হাইতি। গ্রুপ ই-তে রয়েছে নেদারল্যান্ডস, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। গ্রুপ এফ-এ রয়েছে ব্রাজিল, ফ্রান্স, জামাইকা ও পানামা। গ্রুপ জি-তে রয়েছে পুরুষদের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। এবং অষ্টম গ্রুপ, গ্রুপ এইচ-এ রয়েছে কলম্বিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মরক্কো।