বার্বাডোজ: ভারতের (India vs West Indies) বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে (ODI Series) খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) শিবির। এরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (T20 Sereis) খেলতে নামবে ২ দল। রোহিতদের (Rohit Sharma) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ানরা। দলে ফিরলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার শাই হোপ (Shai Hope) ও তারকা পেস বোলার ওসানে থমাস। ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ২ দল। 


শাই হোপ ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে খেলছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে গত বছর ফেব্রুয়ারির পর আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে থমাস ২০২১ ডিসেম্বরের পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়ছেন। ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। 


টি-টােয়ন্টি সিরিজে রভমন পাওয়েল ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন সহ অধিনায়ক কেইল মায়ার্স। এছাড়াও আছেন নিকােলাস পুরান, শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের মত বড় নাম। 


উল্লেখ্য়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটাররা। জয় পেয়ে সিরিজে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ়। আজ সেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আজকের ম্যাচে সিরিজের ফয়সলা হবে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। 


 এর আগের বার ত্রিনিদাদে টেস্ট ম্যাচের সময় কিংবদন্তি ব্রায়ান লারা মাঠে উপস্থিত ছিলেন। দেখা করেছিলেন ভারতীয় দলের (Team India) সঙ্গে। এবারে ওয়ান ডে ম্যাচের আগে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন।


ব্র্যাভো ত্রিনিদাদেরই বাসিন্দা। ভারতীয় দলের (Indian Cricket Team) টিম হোটেলে দলের তারকাদের সঙ্গে দেখা করতে হাজির হন ব্র্যাভো। তাঁর সঙ্গে তাঁর ছেলেও ছিল। টিম ইন্ডিয়া তারকাদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাগত জানাতে দেখা যায় ব্র্যাভোকে। রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে আইপিএলের চেন্নাই সুপার কিংস দলের অংশ ব্র্যাভোও। তাঁদের সামনে দেখেই জড়িয়ে ধরেন তিনি। পরবর্তীতে ব্র্যাভো ও রুতুরাজকে খোশমেজাজে সোফায় বসে গল্পও করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, 'ত্রিনিদাদে এলে.....'