নয়াদিল্লি: বিশ্ব যুব তিরন্দাজিতে ভারতীয়দের দাপট চলছে। ভারতের ক্যাডেট (অনূর্ধ্ব ১৮) রিকার্ভ তিরন্দাজরা পুরুষ ও মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন। পুরুষদের রিকার্ভ টিম ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছে বিশাল চাংমাই, ভিকি রুহাল ও অমিত কুমার। ৫-৩ ব্য়বধানে জিতেছে ভারত।


পরে মিক্সড টিম ইভেন্টের ফাইনালে শুরু থেকে দাপট দেখিয়ে জাপানকে ৬-২ ব্যবধানে হারিয়ে দেন ভারতের বিশাল চাংমাই ও তমন্না। পাশাপাশি মহিলাদের দলগত বিভাগে জার্মানিকে ৫-৩ হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় তিরন্দাজরা।


তিরন্দাজির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ক্যাডেট ইভেন্টে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতেছে ভারত। ফাইনালে তুরস্ককে ২২৮-২১৬ তে হারিয়ে দিয়ে সোনা জেতেন ভারতের মহিলা দল। মহিলা দলে রয়েছেন পরণীত কৌর, প্রিয়া গুরজর ও ঋদ্ধি ভরশীনি। পুরুষ দল সেখানে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে। তাঁরা জয় পায় ২৩৩-২৩১ এ।



পুরুষ দলে ছিলেন কুশল দালাল, সাহিল চৌধুরী ও নীতিন আপার। টুর্নামেন্টের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রকে তাঁরা হারিয়ে দেয়। অলিম্পিক্সে ভাল পারফর্ম করতে না পারলেও বিশ্ব যুব তিরন্দাজিতে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতের পুরুষ ও মহিলা দল। 



এর আগে অগাস্টের ১০ তারিখে বিশ্ব যুব তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের অনূর্ধ্ব ১৮ মহিলাদের কম্পাউন্ড দল। সর্বোচ্চ সম্ভাব্য ২১৬০ পয়েন্টের মধ্যে ভারতীয় তিরন্দাজরা ২০৬৭ পয়েন্ট পেয়েছিলেন। যা বিশ্বরেকর্ডের চেয়ে ২২ পয়েন্ট বেশি। পোল্যান্ড থেকে ইতিহাস তৈরি করে ফিরছেন ভারতীয় যুব তিরন্দাজরা।


টোকিও অলিম্পিক্সে ভারতীয় তিরন্দাজরা আশা জাগিয়েও পদক স্বপ্ন পূরণ করতে পারেননি। পদকের সামনে থেকে ফিরে আসতে হয়। অলিম্পিক্সে বাংলার যাবতীয় আক্ষেপ দূর করে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিরন্দাজ দম্পতি। অতনু দাস ও দীপিকা কুমারী। দুজনই ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে হেরে গিয়ে দুজনই খালি হাতে টোকিও ছেড়েছেন।


টোকিও অলিম্পিক্সে স্বামী-স্ত্রী মিক্সড ইভেন্টে খেলবেন বলে আশা করেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। যে কারণে অতনু ও দীপিকা, দুজনেরই মন খারাপ ছিল। তবে ব্যক্তিগত বিভাগে দুজনই ভাল খেলেন। পদক জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।