বুদাপেস্ট: হাঙ্গেরির বুদাপেস্টে বর্তমানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships) আয়োজিত হচ্ছে। সেই চ্যাম্পিয়নশিপেই অভূতপূর্ব সাফল্য ভারতের। ৪x৪০০ মিটার রিলে দৌড়ে এশিয়ান রেকর্ড গড়লেন ভারতীয় অ্যাথলিটরা। ব্রিটেন, জামাইকার মতো দলগুলিকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অ্যাথলিটরা। পৌঁছলেন ফাইনালে।


মহম্মদ আনাস, আমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশকে নিয়ে তৈরি দল ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করে এশিয়ান রেকর্ড গড়ে। হিট ওয়ানে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দলই ভারতের থেকে কম সময়ে দৌড় শেষ করে। তাঁরা ২ মিনিট ৫৮.৪৭ সেকেন্ডে নেন। তবে দ্বিতীয় স্থানে শেষ করলেও ইতিহাস গড়ে ফেললেন আজমল, আনাসরা। এই প্রথমবার ভারতীয় দল এই বিভাগের ফাইনালে নামার যোগ্যতাঅর্জন করল।


 






 


নিয়ম অনুযায়ী দুইটি হিটের প্রথম তিনে শেষ করা মোট ছয়টি দল ও দুই গ্রপ মিলিয়ে সেরা পারফর্ম করা পরবর্তী দুই দল ফাইনালের যোগ্যতাঅর্জন করে। দ্বিতীয় স্থানে শেষ করায় তাই ভারতীয় দল ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল। এবার ফাইনালে ভারতীয় দল যুক্তরাষ্ট্র , ব্রিটেন, বোস্টওয়ানা, জামাইকা, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ট্র্যাকে নামবে। ভারতীয় চার স্প্রিন্টারের মধ্যে এদিন সবথেকে বেশি প্রভাবিত করেন আমোজ। ভারতের হয়ে অ্যাঙ্কার লেগে তিনিই ছোটেন।


অথচ এক সময়, বছর চারেক তিনি এই খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন। এই বছরই মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপের মাধ্যমে তিনি নিজের প্রত্যাবর্তন ঘটান। তারপর বিশ্ব দরবারে তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহ সকলেরই নজর কেড়ে নিয়েছে। 


প্রণয়ের ব্রোঞ্জ


দুরন্তভাবে বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসনকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) পদক সুনিশ্চিত করেছিলেন এইচএস প্রণয় (HS Prannoy)। আশা ছিল তিনি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে স্বর্ণপদক জিতবেন। তবে তেমনটা হল না। কুনলাভূত ভিতিদসরনের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিতই হতে হল প্রণয়কে। তিনবারের জুনিয়র চ্যাম্পিয়ন কুনলাভূতের বিরুদ্ধে প্রথম গেম ২১-১৮ স্কোরলাইনে জিতলেও, ১৩-২১, ১৪-২১ স্কোরলাইনেল পরের দুই গেম হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের তারকা শাটলারের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সেমিফাইনালে স্বপ্নভঙ্গ প্রণয়ের, পরাজিত হয়ে জিতলেন ব্রোঞ্জ