নয়াদিল্লি: না, শুরুতেই সম্মুখ সমরে হচ্ছেন না নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম। বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্সের যোগ্যতা নির্ণায়ক পর্বের লড়াই। সেখানে লড়তে দেখা যাবে নীরজ চোপড়া ও আর্শাদ নাদিমকে। কিন্তু দুজনেই আলাদা আলাদা গ্রুপে রয়েছেন, তাই আপাতত দুজনকে একসঙ্গে লড়তে হচ্ছে না। একে অপরের বিরুদ্ধেও লড়তে হচ্ছে না।
আপাতত জ্যাভলিনের যে গ্রুপবিন্যাস করা হয়েছে, তাতে আগামী বৃহস্পতিবার যদি নীরজ ও আর্শাদ দুজনেই ফাইনালে জায়গা পাকা করে নেন, তবে তাদের একসঙ্গে খেলতে দেখা যাবে।
আপাতত যোগ্যতা নির্ণায়ক পর্বে গ্রুপ এতে নীরজের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন জার্মানির ডায়মন্ড লিগ জয়ী জুলিয়ান ওয়েবার, ২০১২ সালের অলিম্পিক্স চ্যাম্পিয়ন কেশরন ওয়ালকট, চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জাকুব ভাদলেচ ও স্বদেশীয় সচিন যাদব।
পাকিস্তানের আর্শাদ নাদিম রয়েছেন এই মুহূর্তে বি গ্রুপে। তাঁর সঙ্গে রয়েছেন গ্রেনাডার দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্ডারসন পিটার্স, ২০১৫ সালের বিশ্বচ্যাম্পিয়ন জুলিয়াস ইগো, ব্রাজিলের লুইজ ডা সিলভা ও ভারতের রোহিত যাদব ও য়সভীর সিংহ। সেরা ১২ জন সুযোগ পাবেন বৃহস্পতিবারের ফাইনালে। ৮৪.৫০ মিটার মার্ক ধার্য করা হয়েছে ফাইনালে যোগ্যতা নির্ণয়ের জন্য।
নিজের নামে টুর্নামেন্টে নীরজ চোপড়া ক্লাসিকেই শেষবার খেলতে দেখা গিয়েছিল টোকিও অলিম্পিক্সে সেনাজয়ী পানিপথের তরুণকে। গত ১৬ আগস্ট সিলাসিয়া ও ২২ আগস্ট ব্রাসেলেস আয়োজিত টুর্নামেন্টে অংশ নেননি নীরজ। শেষবার ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম ছয়জন ফাইনালে অংশ নেবেন। মোট ৩২টি ইভেন্ট হবে মহিলা ও পুরুষ ক্যাটাগরি মিলে। ডায়মন্ড লিগ ফাইনালে দু দিন ধরে হবে।
পহেলগাঁও জঙ্গি হামলার পর নীরজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, "প্রথমেই আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার নদিমের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক নেই । আমরা কখনওই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না । ভারত-পাক সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে এখন আমাদের মধ্যে আলাপচারিতা আগের মতো হবে না। কিন্তু যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও সম্মানের সঙ্গে কথা বলি। খেলোয়াড় হিসেবে আমাদের কথা বলা উচিত। বিশ্বজুড়ে ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে আমার কিছু ভাল বন্ধু আছে যারা শুধু ভালা ছোড়ায় নয়, অন্যান্য খেলায়ও আছে। যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও তার সঙ্গে সম্পূর্ণ সম্মানের সঙ্গে কথা বলব।'