আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই,কলকাতা: SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১তলা এই ভবনের নাম রাখা হয়েছে অনন্য। ১৩১ জনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো রয়েছে এখানে। রয়েছে ১০২টি সিঙ্গল কেবিন, ৮টি VVIP স্যুট এবং HDU, ITU মিলে ২১ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট।দৈনিক ভাড়া ৫ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। তৈরি করা হয়েছে তিনটি OPD-ও। মোট খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। 

আরও পড়ুন, বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ED দফতরে অঙকুশ হাজরা, কী বললেন অভিনেতার আইনজীবী ?

সত্যিই, অনন্য! নতুন ১১ তলা ঝকঝকে বিল্ডিং, ঝা চকচকে কেবিন, সঙ্গে OPD। নামী বেসরকারি হাসপাতালের অত্যাধুনিক কর্পোরেট ধাঁচের পরিষেবা এবার মিলবে SSKM-এই। মঙ্গলবার নতুন 'উডবার্ন ২' ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম রাখা হয়েছে অনন্য। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা হচ্ছে উডবার্নেরই দ্বিতীয় সংস্করণ। আরও ভাল করে করা হয়েছে।  এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরে সমস্ত সুবিধা পাওয়া যাবে। ১১-তলা বিল্ডিংয়ে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করতে মোট খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। এখানে মোট ১৩১ জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো থাকছে। যার মধ্যে ১০২টি সিঙ্গল কেবিন। ৮টি VVIP স্যুট HDU, ITU মিলে আরও ২১টি বেড মিলিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে।  এক ছাতার তলাতেই থাকছে প্যাথলজি ল্যাব, এক্স রে, USG, রেডিওলজি-সহ বিভিন্ন সুবিধা। তবে সিটি স্ক্যান ও MRI-এর সুবিধা পাওয়া যাবে নতুন বিল্ডিংয়ের উল্টোদিকে মূল উডবার্ন ব্লকের একতলায়। অনেকেই নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার খরচ বহন করতে পারেন না। তবে উডবার্ন ২-এ চিকিৎসার খরচ রয়েছে সাধ্যের মধ্যেই। সিঙ্গল কেবিনের ভাড়া প্রতিদিন ৫ হাজার টাকা। সিঙ্গল স্যুটে কোনও রোগী থাকলে প্রতিদিন গুনতে হবে ৮ হাজার টাকা করে। HDU-এ ১২ হাজার এবং ITU-এর ক্ষেত্রে প্রতিদিন বেড ভাড়া রাখা হয়েছে ১৫ হাজার টাকা। এর মধ্যেই ধরা থাকবে চিকিৎসকের ফি। তবে অঅস্ত্রোপচার হলে আলাদা OT চার্জ এবং অ্যাটেনডেন্টচার্জ লাগবে। দিতে হবে বাইরে থেকে কেনা ওষুধের দামও।  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে যাই বলুন না কেন স্বাস্থ্য পরিকাঠামোয় আমরাই সেরা।  টাকার অঙ্ক নিয়ে যা যা বলেছে। স্বাস্থ্যসাথী অ্যালাও করা হবে.... ব্রিকস নেটওয়ার্কে স্থান পেয়েছে SSKM। এই উপলক্ষে উদযাপনের জন্য SSKM কর্তৃপক্ষের জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু ইনডোর নয়। এখানে থাকবে OPD-ও। সেই মতো তৈরি করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। সূত্রের খবর, SSKM-এর বহির্বিভাগ, জরুরি বিভাগে আসা রোগীরা নিজে থেকে ইচ্ছাপ্রকাশ করলে এই 'উডবার্ন ২' ব্লকে ভর্তি হতে পারবেন। আবার SSKM-এ ভর্তি থাকা রোগীরাও পরবর্তী সময়ে চাইলে নতুন এই ব্লকে স্থানান্তরিত হতে পারবেন। তবে কার্ডিওলজি, সিটিভিএস, স্নায়ু-শল্য বিভাগের রোগীরা প্রাইভেট কেবিনে ভর্তি হতে পারলেও, সেখানে ওই সংক্রান্ত অস্ত্রোপচারের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে SSKM-এর সব সংশ্লিষ্ট বিভাগের অপারেশন থিয়েটার নির্দিষ্ট ফি-দিয়ে ব্যবহার করা যাবে। এদিন উডবার্ন ২-এর উদ্বোধনে রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল তৈরির কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। 

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অত্যাধুনিক একটা ক্যানসার হাসপাতালও করছি। তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। বিল্ডিংটাও প্রায় হয়েও গেছে। এটা টাটা ক্যানসার মুম্বইয়ের সঙ্গে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে। দুটো করছি। একটা এসএসকেমকে দেওয়া হয়েছে। আরেকটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজকে।  পূর্ব ভারতের মধ্যে এখানেই প্রথম বোনব্য়াঙ্ক তৈরি হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।