নয়াদিল্লি: বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু তিনি। ভারতীয় দাবার অন্যতম সেরা মুখ। কেউ কেউ বলছেন, বিশ্বনাথন আনন্দের যোগ্য উত্তরসূরি তিনি। সেই ডি গুকেশকে (D Gukesh) পণবন্দি করা হল?


রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে গুকেশকে দেখা যাচ্ছে দুই মহিলার সঙ্গে। এবং সেই দুই মহিলা ক্যাপশনে লিখেছেন, গুকেশকে পণবন্দি মনে হচ্ছে না? তারপর থেকেই চর্চা শুরু হয় ভারতীয় দাবাড়ুকে নিয়ে।


ঘটনা হচ্ছে, পুরোটাই জনপ্রিয় কানাডিয়ান দাবা খেলোয়াড় এবং অনলাইন স্ট্রিমিং জুটি, আলেকজান্দ্রা এবং আন্দ্রেয়া বোটেজ, যাঁরা বোটেজ সিস্টার্স নামে খ্যাত, তাঁদের মজার একটি পোস্ট। বোটেজ বোনেরা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। মজা করে লিখেছেন, গুকেশের অভিব্যক্তি দেখে মনে হবে তাঁকে পণবন্দি করা হয়েছে।


 






জার্মানির হামবুর্গে বোতেজ বোনেদের সঙ্গে গুকেশের সাক্ষাৎ হয়েছিল। সেখানে তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার ফ্রি স্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যামে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এর আগে ভারতীয় দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দও গুকেশের সঙ্গে এরকমই একটি পোস্ট করেছিলেন। সেই আগের পোস্টটিও ভাইরাল হয়ে গিয়েছিল। 


আরও পড়ুন: পিছিয়ে যাচ্ছে আইপিএল! প্রথম দিনই কোহলি দর্শনের সুযোগ, ইডেনের টিকিট নিয়ে হাহাকার শুরু হল বলে


সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। ১৪ গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিনের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালে হারিয়েছেন তিনি। তারপর থেকেই তরুণ দাবাড়ুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। 


কিছুদিন আগে গুকেশের ছোটবেলার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওকে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছিলেন গুকেশ। জানিয়েছিলেন, তিনি বিশ্বচ্যাম্পিয়ন হতে চান। পাঁচবারের চ্যাম্পিয়ন আনন্দের পর গুকেশই দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন। খেতাব জয়ের পর তাঁর মুখে সেই আনন্দেরই এক ম্যাচের স্মৃতিচারণা শোনা গিয়েছিল। ২০১৩ সালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে আনন্দের সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বলেছেন, '১১ বছর আগে ভারতের হাত থেকে বিশ্বচ্যাম্পিয়নশিপটা কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৩ সালে সেই ম্য়াচ দেখতে আমি স্ট্যান্ডে ছিলাম। তখন মনে হয়েছিল ওই বক্সে যদি থাকতে পারতাম, তাহলে ব্যাপারটা বেশ ভাল হতো। সেই স্বপ্নপূরণ হল।'


আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?