মস্কো: বিশ্বকাপে ইন্দ্রপতন! গ্রুপ লিগের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-২ গোলে হেরে ছিটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারের ফলে এই গ্রুপ থেকে নক-আউটে চলে গেল মেক্সিকো ও সুইডেন। আজ অন্য ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সুইডেন। ফলে জ্লাটান ইব্রাহিমোভিচরাই গ্রুপ এফ-এর সেরা হলেন। দ্বিতীয় স্থানে থাকল মেক্সিকো।


নক-আউটে যেতে হলে আজ জিততেই হত জার্মানিকে। কিন্তু আগেই ছিটকে যাওয়া কোরিয়া অসাধারণ লড়াই করল। দু’দলই গোল করার অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু ৯০ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। কোরিয়ার গোলকিপার জো হাইওনু অসাধারণ পারফরম্যান্স দেখান। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন কিম ইয়াং-গাউন। চার মিনিট পরে ব্যবধান বাড়ান সন হিউং-মিন। ফলে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল জোয়াকিম লো-র দলকে।


প্রসঙ্গত, এই প্রথম এমন হল না কোনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। প্রসঙ্গত, এর আগে ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি এবং ২০১৪ সালে স্পেনও একইভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। আজ সেই তালিকায় যুক্ত হল জার্মানির নাম।


অন্যদিকে, গত দুই ম্যাচ জেতা মেক্সিকো আজ অবশ্য ভাল খেলতে পারেনি। অনেক ভাল পারফরম্যান্স দেখিয়ে জয় পেল সুইডেন। এই ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ৫০ মিনিটে প্রথম গোল করে সুইডেনকে এগিয়ে দেন লুডউইগ অগাস্টিনসন। ৬২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন আন্দ্রেয়াস গ্র্যাঙ্কভিস্ট। ৭৪ মিনিটে আত্মঘাতী গোল করেন এডসন আলভারেজ। ফলে নক-আউটে চলে গেল সুইডেন। জার্মানি হেরে যাওয়ায় মেক্সিকোরও নক-আউটে যেতে সমস্যা হল না।