সোল: কিছুদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারার কাছে হেরে যান পিভি সিন্ধু। আজ কোরিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে তিনি সেই হারের বদলা নিলেন। তবে হায়দারাবাদি শাটলারের দাবি, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা তাঁর মাথায় ছিল না।


আজ টানটান উত্তেজনার ম্যাচে তিন গেমের লড়াইয়ে ২২-২০, ১১-২১, ২১-১৮ জিতেছেন সিন্ধু। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯-১৭ এগিয়ে থাকার পরেও আমি হেরে গিয়েছিলাম। কিন্তু সেকথা মাথায় রাখিনি। নিজেকে সবসময় বলছিলাম, পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ। শাটলকে নিয়ন্ত্রণ করতে হচ্ছিল। তাই মাথায় কিছু ছিল না। ওকুহারার বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আবার খেললাম। প্রতিটি পয়েন্ট অর্জন করতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ছিলাম। প্রথম গেমে আমরা ২০-২০ অবস্থায় ছিলাম। সেখান থেকে খেলার ধারা বদলে আমি গেম জিতি। দ্বিতীয় গেমে শাটল নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। বেশিরভাগ শটই বাইরে চলে যাচ্ছিল। ও অনেকটা এগিয়ে যায়। তাই চেষ্টা করেও সহজেই হেরে যাই। তৃতীয় গেমে সব পয়েন্টই গুরুত্বপূর্ণ ছিল। আমি ১১ পয়েন্টে এগিয়ে গেলেও, ও ফিরে আসে। ১১ পয়েন্টের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতোই সব পয়েন্টেই বড় র‌্যালি হচ্ছিল। কেউই একে অপরকে ছাড়ছিলাম না।’

ভারতের জাতীয় ব্যাডমিন্টন দলের প্রধান কোচ পুল্লেলা গোপীচন্দ বলেছেন, গ্লাসগোয় সিন্ধু যে ভুল করেছিলেন, সেগুলি শোধরানোর চেষ্টা করার পাশাপাশি তাঁরা আক্রমণাত্মক খেলার উপরেও জোর দেন। এরপর আগামী সপ্তাহে জাপানে অনুষ্ঠিত হতে চলা প্রিমিয়ার সুপার সিরিজ, ডেনমার্ক, ফ্রান্স, চিন, হংকংয়ের প্রতিযোগিতায় খেলবেন সিন্ধু। ২২ বছর বয়সি সিন্ধু যেভাবে খেলছেন, এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে তিনি অবশ্যই বিশ্বের এক নম্বর শাটলার হয়ে উঠবেন বলে আশাবাদী গোপীচন্দ।