কোপেনহেগেন: ২০১১ সালের পর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বদা ভারতীয় শাটলাররা অন্তত একটি পদক জিতেছেন। এবারের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ( (World Championships 2023) সেই ধারা অব্যাহত। ভারতের হয়ে পদক সুনিশ্চিত করলেন এইচএস প্রণয় (HS Prannoy)। দুরন্ত ম্যাচে বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ শাটলার, ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসনকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের তারকা শাটলার।


২৯ বছর অ্যাক্সেলসন ঘরের কোর্টে বরাবরই ফেভারিট হিসাবেই ম্যাচে নামতেন। দুরন্ত সমর্থনে ভর করে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী তারকা শাটলার শুরুটাও দুরন্তভাবে করেন। ১৩-২১ স্কোরলাইনে জিতে নেন প্রথম গেম। তবে প্রণয়ের মনোবল কিন্তু ভাঙতে পারেননি ড্যানিশ শাটলার। বিশ্বের সাত নম্বর প্রণয় দুরন্তভাবে লড়াই করে পরের দুই গেমে জয় ছিনিয়ে নেন। ২১-১৫ ও ২১-১৬ স্কোরলাইনে দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে ম্যাচও জিতে নেন প্রণয়। দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাক্সেলসনকে ছিটকে দেন টুর্নামেন্ট থেকে।


৩১ বছর বয়সি প্রণয় মাত্র দ্বিতীয় ভারতীয় পুরুষ (অপরজন প্রকাশ পাড়ুকোন) হিসাবে নাগাড়ে তিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে আগেই ইতিহাস গড়েছিলেন তিনি। এবার প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নশিপে নিজের জন্য পদকও সুনিশ্চিত করে ফেললেন তিনি। এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ১৪তম পদক। এর মধ্যে পিভি সিন্ধু একাই পাঁচটি পদক জিতেছেন। ২০১৯ সালে একমাত্র ভারতীয় হিসাবে তিনি সোনাও জিতেছিলেন এই টুর্নামেন্টে। এবার প্রথম ভারতীয় পুুরুষ হিসাবে সেই কৃতিত্ব গড়ার হাতছানি প্রণয়ের সামনে।


প্রণয় কিন্তু গোটা বছর ধরেই ভাল পারফর্ম করছেন। এ বছর তিনি মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০-র ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এবারে এক নতুন ইতিহাস রচনায় কোর্টে নামবেন ভারতীয় শাটলার। প্রণয় নিজের সেমিফাইনাল ম্যাচে তাইল্যান্ডের কুনলাভূত ভিতিদসারনের মুখোমুখি হবেন। এই ম্যাচ একেবারেই সহজ হবে না। তবে অ্যাক্লেলসেনের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়, নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। তবে প্রণয় পারলেও, সাত্ত্বিক-চিরাগ জুটি পারল না। কোয়ার্টার ফাইনালে লড়াই করলেও কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৮-২১, ১৯-২১ স্কোরলাইনে শেষমেশ পরাজিতই হল সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাতিল তিলক, বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়