সন্দীপ সরকার, কলকাতা: এ যেন মেলাবেন তিনি মেলাবেন...


কোনও ব্যক্তি নয়, মেলবন্ধন ঘটাচ্ছে একটি ঝকঝকে ট্রফি। আইসিসি বিশ্বকাপের (ODI orld Cup) ট্রফি। যে ট্রফিকে ঘিরে সেপ্টেম্বর মাসের গোড়ায় দুদিন উৎসবের আবহ তৈরি হবে কলকাতায়। একদিকে যেমন হাজির থাকবেন বাংলার বরেণ্য ফুটবলাররা, বা অন্যান্য খেলার কৃতীরা। তেমনই আমন্ত্রিত থাকবেন ভারতীয় টেনিসের কিংবদন্তি। লিয়েন্ডার পেজ়।


বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দশটি মাঠে হবে ম্যাচগুলি। আর সেই প্রত্যেক শহরে বিশ্বকাপ ট্রফি নিয়ে রোড শো করার পরিকল্পনা নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সেই মতো ৮ সেপ্টেম্বর কলকাতায় এসে পৌঁছবে ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি। পরের দুদিন বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্বকাপ ট্রফিটি দেখার সুবর্ণ সুযোগ।


আর সেই উৎসবের আবহকেই আরও রঙিন সুতোয় বাঁধতে চাইছে সিএবি (CAB)। যার প্রথম পদক্ষেপই হল, বিভিন্ন খেলাধুলোয় বাংলার কৃতীদের আমন্ত্রণ জানানো। যাতে বিশ্বকাপ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ-উদ্দীপনা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া যায়।


এবিপি লাইভের কাছে গোটা পরিকল্পনার কথা বলছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বলছিলেন, '৮ সেপ্টেম্বর আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ট্রফি কলকাতায় এসে পৌঁছবে। সেদিন সাউথ সিটি থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ট্রফি নিয়ে একটি ব়্যালি হবে। সেদিন ট্রফিটি থাকবে ইডেন গার্ডেন্সে। সেদিন লিয়েন্ডার পেজ়কে ইডেনে আসার আমন্ত্রণ জানানো হবে। সেই সঙ্গে নিমন্ত্রণ করা হবে বিভিন্ন খেলায় বাংলার কৃতীদের। সকলে মিলে একটা কার্নিভালের আবহ আনতে চাইছি। কারণ বিশ্বকাপ মানেই উৎসব।'


পরের দিন, ৯ সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধন  ধান্য অডিটোরিয়ামের সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ নচিকেতা চক্রবর্তীর গান। সেদিন সকালে ইডেন থেকে ধন ধান্য অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হবে ট্রফি।


আইসিসি সূত্রে খবর, ৯ সেপ্টেম্বর কলকাতায় বিশ্বকাপের প্রচারে আসতে পারেন বীরেন্দ্র সহবাগ ও হরভজন সিংহ। প্রাথমিকভাবে যা সিএবি কর্তাদের জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত গোটা পরিকল্পনা ভেঙে বলায় সায় নেই সিএবির।


তবে লিয়েন্ডার এলে যে ক্রিকেট ও টেনিসের এক বিরল মেলবন্ধন হবে, বলাই বাহুল্য। সিএবি আশাবাদী যে, বিশ্বকাপের ৫ ম্যাচ শুধু যে নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে তাই নয়, ক্রিকেটকে কার্নিভলের পর্যায়ে তুলে ধরা যাবে।


আগামী বুধবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। তারপর রবিবার সংস্থার প্রতিনিধি, সদস্যদের নিয়ে একটি ইলিশ উৎসবের কথা ভাবা হচ্ছে। তারপরই আইসিসি ট্রফির কলকাতা সফরের নীল নকশা সাজিয়ে ফেলতে চায় সিএবি।


আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী স্নেহাশিস, অভিমান ঝেড়ে ফেলে সিএবি-র জীবনকৃতি সম্মান নিচ্ছেন রাজু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial