নয়াদিল্লি: সাম্প্রতিক ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। সীমিত ওভারের ক্রিকেটে অভিজ্ঞ মহেন্দ্র সিংহ ধোনির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাট হাতে একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ঋষভের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে খেলানোর জন্য সওয়াল করছেন অনেক বিশেষজ্ঞই। তবে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী ঋষভের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ও যাতে নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারে, সেজন্য টিম ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে ওর পাশে দাঁড়াবে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শাস্ত্রী ঋষভকে বিশেষ খেলোয়াড় আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইতিমধ্যেই ছাপ ফেলার মতো পারফর্ম ও করেছে এবং দল পুরোদস্তুর ওর পাশে থাকবে।
শাস্ত্রী বলেছেন, ঋষভ ভিন্ন ধরনের, বিশ্বমানের ক্রিকেটার এবং ম্যাচ উইনার। সাদা বলের ক্রিকেটে ওর মতো খেলোয়াড় খুবই কম রয়েছে। তাই ওর সম্পর্কে ধৈর্য্য ধরতে হবে।
শাস্ত্র্রী বলেছেন, সংবাদমাধ্যমে ওকে নিয়ে ওকেন কিছু লেখা হচ্ছে, বিশেষজ্ঞরাও লিখছেন। কিন্তু দল ঋষভের পাশেই রয়েছে। ইতিমধ্যেই ও যথেষ্ট পারফর্ম করেছে। এখন ও শিখছে। দল সার্বিকভাবে ওকে সমর্থন করবে।
উল্লেখ্য, এর আগে শাস্ত্রী বলেছিলেন, প্রত্যাশিত পারফর্ম করতে না পারলে তিরস্কারের মুখে পড়তে হবে ঋষভকে। ওই মন্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন কোচ। তিনি বলেছেন, কেউ ভুল করলে তাকে বকাঝকা করতে হবে। কিন্তু ঋষভ বিশ্বমানের। ওর বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ও যাতে নিজেকে গড়ে তুলতে পারে, সেজন্য আমরা ওকে সব ধরনের সাহায্য করব।
ঋষভের প্রতিভার কথা অনেকেই স্বীকার করে নিয়েছেন। কিন্তু যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন, সেজন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি।