নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির ফ্য়ান ফলোয়ার শুধু ক্রিকেট দুনিয়াতেই সীমাবদ্ধ ছিল না। গোটা দেশের নানা স্তর, সমাজের নানা মহল সহ আপামর দেশবাসীর কাছে তুঙ্গে তাঁর জনপ্রিয়তা। রাজনীতির কারবারীদের মধ্যেও ধোনির প্রতি অনুরক্ত মানুষের সংখ্যা কম ছিল না। তাঁদেরই একজন অমিত শাহ। করোনাভাইরাসমুক্ত হোম আইসোলেশনে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ট্যুইট, মাহি, ক্রিকেট দুনিয়া তোমার হেলিকপ্টার শট মিস করবে।
৩৩২টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করা ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, নিজের অভিনব ক্রিকেটের স্টাইলে অগনিত মানুষকে মন্ত্রমুগ্ধ, মোহিত করে রেখেছিলেন ধোনি। আশা করি, আগামী দিনেও ভারতীয় ক্রিকেটকে শক্তিশালী করায় ধোনি অবদান রেখে যাবেন। বিশ্ব ক্রিকেট হেলিকপ্টার শট আর দেখতে পারবে না, মাহি।