মুম্বই: কপিল দেবের তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সেই ঐতিহাসিক ম্যাচের ওপর নির্মিত ছবি ৮৩। এই মুহূর্তে বলিউডের (bollywood) সবচেয়ে আলোচিত এই ছবির প্রমোশন হয়ে গেল মুম্বইয়ে। অনুষ্ঠানে একেবারে ছিল চাঁদের হাট। ছবির কল-কুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিরাশির বিশ্বকাপ জয়ী দলের ৩ প্রশান সদস্য সৈয়দ কিরমানি (said kirmani), সন্দীপ পাটিল (sandip patil) ও বলবিন্দর সিংহ সান্ধু। প্রমোশনে এসে কখনও চা খেলে, কখন দিলেন দেদার আড্ডা। আবার অনুরাগীদের আবদার মিটিয়ে ব্যাটে অটোগ্রাফও দিতে দেখা গেল তাঁদের। অন্যদিকে ছবির প্রমোশনে কলা কুশলীদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন রণবীর সিংহ (raneer sing)। 


'৮৩' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহকে। তবে এছাড়াও এক বিশাল বড় স্টার-কাস্ট দেখা যাবে। বিভিন্ন মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যামি ভির্ক, তাহির রাজ ভাসিন, জিভা সাকিব সালিম, চিরাগ প্যাটেল, দিনকর শর্মা, হার্ডি সান্ধু, নিশান্ত দাহিয়া, সাহিল খট্টর, আদিনাথ কোঠারে, যতীন শর্মা, ধৈর্য করওয়া, আর. বদ্রী ও পঙ্কজ ত্রিপাঠী। কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। 


কবীর খান পরিচালিত এই ছবির মুক্তির তারিখ ২৪ ডিসেম্বর। ছবির অন্যতম প্রযোজক হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেই। এছাড়া কবীর খান, বিষ্ণু বর্ধন ইন্দুরী, সাজিদ নাদিয়াদওয়ালা, শীতল বিনোদ তলওয়ার, রিলায়েন্স এন্টারটেনমেন্ট অ্যান্ড ৮৩ ফিল্ম লিমিটেড প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির। '৮৩' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে।



সম্প্রতি একটি সাক্ষাৎকারে কপিল দেব জানান 'এইট্টি থ্রি' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর স্ত্রীর চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখে কেমন প্রতিক্রিয়া ছিল পরিবারের অন্যান্য সদস্যদের। কপিল দেব বলছেন, 'আমার মনে হয় মিশ্র প্রতিক্রিয়া ছিল। কারণ, আমি সত্যিই জানি না 'এইট্টি থ্রি' ছবিতে আমার স্ত্রীর ভূমিকা কতটা। তাই পরিবারের সদস্য়দেরও জানা নেই ছবিতে কীভাবে দেখা যাবে আমার স্ত্রীকে।' যদিও পাশাপাশি তাঁর চরিত্রে অভিনয় করা রণবীর সিংহকে অসাধারণ অভিনেতাও বললেন কপিল।