সামারা: সামারায় সাম্বা ঝড়। নেইমার ও ফার্মিনহোর গোলে মেক্সিকোকে ২-০ য় হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। খেলার ৫১ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাঁদিক থেকে উইলিয়ানের করা নিচু একটা ক্রস থেকে দুরন্ত স্লাইড করে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলের ১০ নম্বর । ৮৬ মিনিটে কুটিনহোর জায়গায় নামেন ফার্মিনহো। এর দুমিনিট পরই লেফট উইঙ ধরে নেমারের দৌড় থেকে ফাইনাল পাস পেয়ে গোল ফার্মিনহোর। শেষ আটে ব্রাজিল মুখোমুখি হবে বেলজিয়াম বনাম জাপান ম্যাচের জয়ী দলের সঙ্গে।
খেলার শুরুতে দ্রুত আক্রমণে আসতে শুরু করে মেক্সিকো। কিন্তু পরে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ব্রাজিল।


এবারের বিশ্বকাপে নেইমার তাঁর দ্বিতীয় গোল করেন।

মেক্সিকো এই নিয়ে আটবার বিশ্বকাপে শেষ ষোল থেকেই বিদায় নিল।

ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও দলের জন্য খারাপ খবর, বিশ্বকাপে তাঁর দ্বিতীয় হলুদ কার্ড দেখে পরের ম্যাচ খেলতে পারবেন না দলের ভরসা সেন্ট্রাল মিডফিল্ডার ক্যাসেমিরো।

তবে জয়ের দিনে ব্রাজিলের ডিফেন্স যেই ফুটবল খেলল তার পর শেষ আটের ম্যাচের আগে আস্বস্তই থাকার কথা কোচ তিতের ।