সোচি পর্তুগিজ দূর্গে ইডিনসন কোভানির জোড়া হানায় ভেস্তে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। রাশিয়ার সোচিতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। শেষ ষোলোর টানটান লড়াই ৬২ মিনিয়ে প্যারিস সেন্ট-জার্মেইন স্টাইকারের দুরন্ত গোল রোনাল্ডোদের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের ঘন্টা বাজিয়ে দেয়। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি উরুগুয়ে।
ওই ম্যাচের আগে অস্কার তাবারেজের দলের একটাই চিন্তা পর্তুগালের বিরুদ্ধে জয়ের নায়ককে নিয়ে। খেলার একেবারে শেষেক দিকে খোঁড়াতে দেখা যায় কোভানিকে। নিঝনি নোভগোরোদে শেষ আটের লড়াইয়ে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
গতকালের ম্যাচে সিআর সেভেনের অত্যন্ত খেলোয়াড়োচিত একটা মনোভাব ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন কোভানি মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছেন, তখন দৌড়ে এসে তাঁর প্রতি সাহায্যের হাত বাড়ালেন রোনাল্ডো।



গোল শোধের সময় গড়িয়ে যাচ্ছে, তাই হতাশা থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের চোটকে এড়িয়ে যেতে পারতেন রোনাল্ডো। কিন্তু ওই চাপের মুহূর্তেও খেলোয়াড়োচিত মনোভাব বজায় রাখেন রিয়েল মাদ্রিদ তারকা।