নয়াদিল্লি: রাশিয়ায় বিশ্বকাপ! অঘটনের বিশ্বকাপ!ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন মেসি।দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ রোনাল্ডোও!ফুটবল ভক্তদের এখন যাবতীয় আশা-ভরসা নেইমারকে ঘিরে! ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডের ছোঁয়ায় সামারায় সাম্বা-জাদু। লন্ডভন্ড মেক্সিকান ডিফেন্স!!
ভোলগা-পারে নেইমার যা করলেন, তাতে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসলেন ফুটবল ভক্তরা!
রোনাল্ডো, মেসিদের নকআউটের ফাঁড়া, ছুঁতে পারল না ব্রাজিলের ১০ নম্বরকে।
রাশিয়া বিশ্বকাপে ৪ ম্যাচে মেসির গোল সংখ্যা ১।৪ ম্যাচে একটি হ্যাটট্রিক-সহ রোনাল্ডোর গোল সংখ্যা ৪।
আর নেইমার ৪ ম্যাচে গোল করেছেন ২টি।
বিশ্বকাপের নকআউটে সাফল্যের বিচারে মেসি-রোনাল্ডোকে টেক্কা দিচ্ছেন প্যারি সাঁ জাঁ-র প্লে মেকার নেইমার।
পরিসংখ্যান বলছে, ২০০৬ থেকে ২০১৮, এই ৪টি বিশ্বকাপের, ৮টি নক আউট ম্যাচে প্রায় ৭৬০ মিনিট মাঠে থেকেও একটিও গোল পাননি মেসি। নিষ্প্রভ রোনাল্ডোও। চারটি বিশ্বকাপে সব নকআউট ম্যাচ মিলে মোট ৫১৪ মিনিট খেলেও রোনাল্ডোর গোলসংখ্যা মেসির মতোই শূন্য।
আর দলের যখন প্রয়োজন, তখনই জ্বলে উঠলেন নেইমার। নিজে গোল করলেন, ফার্মিনহোকে দিয়ে গোল করালেন। নকআউটের প্রথম পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে তুললেন দলকে।
ব্রাজিল-আর্জেন্তিনার সঙ্গে বাঙালির আবেগের সম্পর্ক। বিশ্বকাপ এলেই বাঙালি আড়াআড়ি বিভক্ত। কেউ সাম্বা জাদুর ভক্ত। কেউ নীল-সাদার স্রোতে গা ভাসান। কেউ গলা ফাটান মেসির হয়ে। কেউ চান নেইমারের জয়। রোনাল্ডোর ব্যক্তিগত নৈপুণ্যের ভক্তও আছেন অনেকে। কিন্তু, এবার মেসি, রোনাল্ডো বিদায়ের পর তাঁদের সব আশা-ভরসা নেইমারই!