নটিংহাম: ট্রেন্ট ব্রিজে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়ে ১০ পয়েন্ট আদায় করে নিল অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ানরাই এখন সবার শীর্ষে। তাদের নীচে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারতের মতো দল। যদিও এখনও পর্যন্ত ভারত প্রথম চার দলের মধ্যে সবথেকে কম ম্যাচ খেলেছে।





বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন ওপেনার ডেভিড ওয়ার্নার। শুরুতেই ১৬৬ রানের ইনিংস খেলে ক্যাঙারুদের রানের পাহাড়ে বসিয়ে দেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে লড়াই চালালেও শেষ পর্যন্ত জয় হাতছাড়াই হয়েছে টাইগারদের। ৩৮২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গিয়ে বাংলাদেশ থামে ৩৩৮ রানে। তামিম ইকবাল (৬২), সাকিব আল হাসান (৪১), মহমদ্দুলাহদের (৬৯) মিলিত লড়াই বৃথা যায়। কাজে আসেনি মুশফিকুর রহিমের শতরানও (১০২)। এই হারের পর স্বাভাবিক ভাবেই বাংলাদেশের পক্ষে আরও কঠিন হল শেষ চারে যাওয়ার রাস্তা। অন্যদিকে ম্যাচ জিতে কার্যত শেষ চারের জায়গা পাকাই করে ফেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা। তাঁদের সেমিফাইনালে পৌঁছনো এবার কেবল সময়ের অপেক্ষা। তার ওপর এখনও  হাতে রয়েছে ৩টি ম্যাচ।


তবে এখনই সেমিফাইনালের কথা ভাবছেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের অধিনায়ক। অজি অধিনায়ক বলছেন, “এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছি না। তবে আশা করছি আমরা শেষ চারে থাকব।”


ব্যাটে বলে অজি দল যে পারফর্ম্যান্স করেছে, তাতে অ্যারন ফিঞ্চ খুশি। তবে বাংলাদেশের বিরুদ্ধে দলের ফিল্ডিং নিয়ে  আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার একটি ভাল ফিল্ডিং দল হওয়ার গৌরব রয়েছে। সেই ঐতিহ্যকে ধারাবাহিক করতে চান ফিঞ্চ। তাঁর কথায়, “খানিকটা হতাশা আছে। স্যাঁতস্যাঁতে পরিবেশে আমাদের ফিল্ডিং ভাল হয়নি। তবে কোনও অজুহাত দিতে চাই না।” আগামী ম্যাচগুলোতে দল উন্নতি করবে বলেই আশাবাদী তিনি।