লন্ডন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে ব্যাঘ্রবিক্রম বাংলাদেশের। শাকিব-মুশফিকুরের যুগলবন্দিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন শতাধিক রানের স্কোর করল বেঙ্গল টাইগাররা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হার থেকে বাঁচতে হলে প্রোটিয়দের করতে হবে ৩৩১ রান।





এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি। সৌম্য ও তামিমের সৌজন্যে শুরুটা ভালই হয় মোর্তাজাদের। এরপর বাঁ হাতি শাকিব আল হাসান ও ডান হাতি ব্যাটসম্যান মুশফিকুর রহমানের যুগলবন্দিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মতো মঞ্চে এই প্রথম তিনশোর ওপর রান করল বাংলাদেশ। ৭৫ রানের ইনিংস খেলেন শাকিব। অন্যদিকে মুশফিকুরের ব্যাট থেকে আসে ৭৮ রানের ইনিংস। ফিনিশার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেন মাহমদ্দুলাহও। শেষ পর্যন্ত ৩৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান।



দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন ফেলুকায়ো, ইমরান তাহির ও ক্রিস মরিস।