ম্যাচের পর পাক সমর্থকরা দলের ওপর তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ওই ভিডিওতে এক পাক সমর্থককে দাবি করতে শোনা যাচ্ছে যে, রবিবারের এই মহারণের আগে পাকিস্তানি খেলোয়াড়রা পিজা ও বার্গার খেয়েছিলেন।
উল্লেখ্য, রবিবারের ওই ম্যাচে ডিএসএস পদ্ধতিতে ভারতের কাছে ৮৯ রানে হেরে গিয়েছে পাকিস্তান। ভাইরাল ভিডিওতে এক পাক সমর্থককে বলতে শোনা গিয়েছে যে, আমি জানতে পেরেছি যে, পাক প্লেয়াররা গতকাল রাতে পিজা ও বার্গার খেয়েছিলেন। ক্রিকেট না খেলে পাক প্লেয়ারদের তো কুস্তিতে নামা উচিত। তাঁদের ওপর আমাদের এত আশা ছিল আর তাঁরা পিজা ও বার্গার খাচ্ছিলেন।
রবিবারের ম্যাচের ভারতের কাছে সব বিভাগেই পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। এই নিয়ে বিশ্বকাপে সাতটি ম্যাচেই ভারতের কাছে হারের মুখ দেখতে হল তাদের।
প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দুরন্ত শতরান সহ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে ভর করে ভারত পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩৩৭ রানের লক্ষ্য রাখে। জবাবে পাকিস্তান ৪০ ওভারে ৮ উইকেটে ২১২ রান করে। ডিএলএস পদ্ধতিতে জয়ের সংশোধিত লক্ষ্য থেকে ৮৯ রান দূরে থেমে যায় পাকিস্তান। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে পাকিস্তানের সংগ্রহ তিন পয়েন্ট। আগামী রবিবার পরের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে।