বিশ্বকাপে এখনও পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সব ম্যাচই জিতেছে ভারত। গতকালের জয়কে বালাকোটে জঙ্গিশিবিরে ভারতীয় বায়ুসেনার বিমানহানার সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানে ফের ‘স্ট্রাইক’ ভারতের, বিরাটদের অভিনন্দন জানিয়ে ট্যুইট অমিত শাহের
Web Desk, ABP Ananda | 17 Jun 2019 11:00 AM (IST)
গতকালের জয়কে বালাকোটে জঙ্গিশিবিরে ভারতীয় বায়ুসেনার বিমানহানার সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নয়াদিল্লি: গতকাল বিশ্বকাপে পাকিস্তানকে সহজেই হারানোর পর ট্যুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের উপর আরও একবার হামলা চালাল টিম ইন্ডিয়া। ফল একই হয়েছে। অসাধারণ পারফরম্যান্সের জন্য গোটা দলকে অভিনন্দন। এই জয়ে সব ভারতবাসীই গর্বিত।’