ম্যাঞ্চেস্টার: গতকালের ম্যাচ চলাকালীন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন মনে করেন সচিন তেন্ডুলকর। তিনি আরও জানিয়েছেন, পাকিস্তান দল গতানুগতিক চিন্তাভাবনার বাইরে বেরোতে পারেনি। সেই কারণেই ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারেনি পাকিস্তান।
গতকাল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। বিরাট কোহলিরা সহজেই ম্যাচ জিতে নেন। খেলা শেষ হওয়ার পর একটি সংবাদমাধ্যমকে সচিন বলেন, ‘আমার মনে হয়েছে, সরফরাজ বিভ্রান্ত হয়ে গিয়েছিল। কারণ, যখন ওয়াহাব (রিয়াজ) বোলিং করছিল, তখন ওর জন্য শর্ট মিড-উইকেটে ফিল্ডার রাখা হয়। আবার শাদাব (খান) যখন বল করতে আসে, তখন স্লিপে একজন ফিল্ডার রাখা হয়। যে ধরনের পরিবেশে খেলা হচ্ছিল, তাতে লেগস্পিনারের পক্ষে বল গ্রিপ করা কঠিন। বিশেষ করে সে যখন উপযুক্ত লাইন ও লেংথে বল করতে পারছে না। বড় ম্যাচে এই ধরনের মনোভাব ঠিক নয়। পাকিস্তান গতানুগতিকতার বাইরে অন্যভাবে চিন্তা করতে পারেনি।’
সচিন আরও বলেছেন, ‘বল বেশি স্যুইং না করলে ওভার দ্য উইকেট বোলিং করে বিশেষ লাভ হয় না। ওয়াহাব রাউন্ড দ্য উইকেট বোলিং করছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসানই (আলি) পাকিস্তানের একমাত্র বোলার যে স্যুইং আদায় করতে সক্ষম হয়। আমি পরামর্শ দেওয়ার জায়গায় থাকলে ওকে অন্যভাবে বোলিং করতে বলতাম। আমার কোনও সময়ই মনে হয়নি আমরা উইকেট হারাব।’
সরফরাজ বিভ্রান্ত হয়ে পড়েছিল, পাকিস্তান গতানুগতিক চিন্তার বাইরে বেরোতে পারেনি, বলছেন সচিন
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jun 2019 11:33 AM (IST)
গতকাল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। বিরাট কোহলিরা সহজেই ম্যাচ জিতে নেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -