গত বছর কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল-বিকৃতির দায়ে নির্বাসিত হন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন ওয়ার্নার ও স্মিথ। তাঁরা দু’জনেই গতকালের ম্যাচে খেলেন। ভারতীয় সমর্থকরা স্মিথকে কটূক্তিও করেন। দর্শকদের থামতে বলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এই ম্যাচেই জাম্পার বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, ভারতের বিরুদ্ধে ম্যাচে বল-বিকৃতির চেষ্টা অ্যাডাম জাম্পার?
Web Desk, ABP Ananda | 10 Jun 2019 12:07 PM (IST)
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য জাম্পার পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, এই লেগস্পিনার হয়তো হাত গরম করার চেষ্টা করছিলেন।
লন্ডন: গতকাল বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কি বল-বিকৃতির চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তেমনই সন্দেহ করছেন ক্রিকেটপ্রেমীরা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বোলিং করার আগে দু’বার পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে বলে ঘষছেন জাম্পা। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য জাম্পার পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, এই লেগস্পিনার হয়তো হাত গরম করার চেষ্টা করছিলেন।